শিলচরের বিশিষ্ট পাঁচ সমাজসেবীকে অ্যাওয়ার্ড দলীত সাহিত্য অ্যাকাডেমির

বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : শিলচরের পাঁচজন বিশিষ্ট সমাজসেবীকে জাতীয় স্তরের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান করে সম্মানিত করল ভারতীয় দলীত সাহিত্য অ্যাকাডেমি। নয়াদিল্লিতে ভারতীয় দলীত সাহিত্য অ্যাকাডেমির ৪০তম জাতীয় সম্মেলনে তাঁদের সম্মানিত করা হয়। দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে অ্যাকাডেমির তরফে শিলচরের প্রদ্যুৎকুমার দাস ও প্রিতম দাসকে আম্বেদকর সেবাশ্রী জাতীয় অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একই সঙ্গে সোম্যব্রত ভট্টাচার্যকে ড. আম্বেদকর ডিস্টিংগুইস সার্ভিস জাতীয় অ্যাওয়ার্ড প্রদান করে সম্মানিত করা হয়েছে।

এছাড়াও শিলচরের মনালী ভট্টাচার্যকে বিরাঙ্গনা সাবিত্রী বাই ফুলে ফেলোশিপ সম্মাননা প্রদান করার পাশাপাশি একই শহরের প্রাণেশ দাসকেও জাতীয় অ্যাওয়ার্ড প্রদান করে সম্মানিত করেছেন অ্যাকাডেমির কর্মকর্তারা।

শিলচরের বিশিষ্ট পাঁচ সমাজসেবীকে অ্যাওয়ার্ড দলীত সাহিত্য অ্যাকাডেমির

Author

Spread the News