খাদ্যাভ্যাসকে অপরাধের পর্যায় ফেলা, নিন্দা সিপিএমের

বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : গত ৪ ডিসেম্বর অসমের মুখ্যমন্ত্রী রাজ্যের এক অনুষ্ঠানে বক্তব্য উত্থাপনের সময় অসমের বিভিন্ন সামাজিক উৎসব অনুষ্ঠানে গো-মাংস নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা করেন। সিপিআই (এম) অসম রাজ্য কমিটি এর তীব্র নিন্দা জানিয়ে এক প্রেস বিবৃতি জারি করেছে। পার্টির রাজ্য কমিটির সম্পাদক এই বিবৃতিতে বলেন, অসমে বহুকাল যাবত বৃহৎ অংশের মুসলমান জনগণ সংখ্যাগুরু হিন্দু জনগোষ্ঠীর সঙ্গে শান্তি সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন। অসম বহু ধর্ম, বহু ভাষী ও বহু জাতির সম্মিলিত রাজ্য। এখানে খাদ্য সংক্রান্ত বাছ বিচার নিয়ে কখনও কোনো অশান্তি বা সংঘাতের ইতিহাস নেই। কিন্তু বিষাক্ত রাজনীতির দ্বারা পরিচালিত বিজেপি ধর্মীয় মেরুকরণের স্বার্থে খাদ্যাভ্যাসকে রাজনীতির বিষয় বানিয়ে সম্প্রদায়িক সংঘাত সৃষ্টির ধারাবাহিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই উদ্দেশ্য সামনে রেখেই গো সংরক্ষণ আইন ২০২১ প্রণয়ন করেছে।

অসম সরকার ভালো ভাবেই জানে রাজ্যে এই আইন বাস্তবে রূপায়ণ সম্ভব নয়। কারণ এই আইন অনুযায়ী গরু কেনা বেচা বন্ধ করলে রাজ্যের হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত গো পালকেরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে। কেবলমাত্র সম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির লক্ষ্যেই ঢাক ঢোল পিটিয়ে এই আইন প্রণয়ন করেছে। এখন সামাজিক অনুষ্ঠানে গো-মাংস নিষিদ্ধ করার ঘোষণা এই জঘন্য রাজনীতিরই অংশ বিশেষ। সিপিআই (এম) অসম রাজ্য কমিটি এমন বিপজ্জনক,প্ররোচনামূলক ও সংঘাতকামী পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা রাজ্যে বসবাসকারী জনসংখ্যার প্রায় ৩৮ শতাংশ অর্থাৎ ১কোটি ২০ লক্ষ মুসলমান ও খ্রিস্টান ধর্মী লোকের সাংবিধানিক অধিকারের উপর চরম আঘাত হেনেছে। বিজেপি সরকার মানুষের খাদ্যাভাসকেও অপরাধ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করছে। সিপিআই(এম)আসাম রাজ্য কমিটি  বিজেপি সরকারের এই চরম সম্প্রদায়িক ও ফ্যাসিবাদী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছে।

খাদ্যাভ্যাসকে অপরাধের পর্যায় ফেলা, নিন্দা সিপিএমের

Author

Spread the News