পেঁয়াজ বোঝাই লরি থেকে ২৯৪ কার্টন কফ সিরাফ উদ্ধার চুরাইবাড়িতে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : কলকাতা থেকে অসম হয়ে ত্রিপুরায় পাচারের পথে পাঁচ কোটি টাকার কফ সিরাফ বাজেয়াপ্ত করলো চুরাইবাড়ি পুলিশ। রবিবার সকালে অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়ক ধরে ইউপি ৭৫ এটি ৪২০৭ নম্বরের একটি চৌদ্দ চাকার পেঁয়াজ বোঝাই লরি ত্রিপুরা প্রবেশের মুখে চুরাইবাড়ি পুলিশের চেকিং পয়েন্ট পৌছলে কর্তব্যরত পুলিশ তল্লাশি চালায়। গাড়িটি যথারীতি দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি পেঁয়াজের বস্তার নিচ থেকে ২৯৪ কার্টনে ৪৪,০১০০ বোতল এসকফ সিরাফ উদ্ধার করেন।
যার কালোবাজারী মুল্য অনুমানিক পাঁচ টাকার মত হবে বলে পুলিশ সূত্রে প্রকাশ। তল্লাশি চলাকালীন চালক পালিয়ে গা ঢাকা দেয়। এতে তাকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।