বিজিৎকুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা ১৪ই

১৫ ডিসেম্বর বানান কর্মশালা

বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আগামী ১৪ ডিসেম্বর বঙ্গভবনের সভাগৃহে (চতুর্থ তল) বিজিৎকুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। বক্তৃতা করবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিখ্যাত ভাষাবিদ পবিত্র সরকার। পরদিন ১৫ ডিসেম্বর একই স্থানে অনুষ্ঠিত হবে বাংলা বানান কর্মশালা। তাতে অধ্যাপক পবিত্র সরকার প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।
১৪ ডিসেম্বর সন্ধ্যা পাঁচটায় অনুষ্ঠেয় স্মারক বক্তৃতায় সকলের উপস্থিতি কামনা করেছেন সভাপতি সঞ্জীব দেব লস্কর।

তিনি জানান, ১৫ ডিসেম্বর তারিখের বানান কর্মশালায় অংশগ্রহণের জন্য  নাম নথিভুক্ত করা আবশ্যক। ছাত্রছাত্রীদের জন্য ৫০ টাকা এবং অন্যদের জন্য ১০০ টাকা মাশুল ধার্য করা হয়েছে। বঙ্গভবনে গিয়ে মাশুল দিয়ে নাম নথিভুক্ত করা যেতে পারে, আবার অনলাইনেও ৯৪৩৫১৭৩১৯৫ নম্বরে জি-পে করে নাম লেখানো যেতে পারে বলে সভাপতি দেবলস্কর জানিয়েছেন।

বিজিৎকুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা ১৪ই
Spread the News
error: Content is protected !!