দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মহফিল ৮ই

বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : রংপুর দ্বিতীয় খণ্ডের বাহাদুরপুরস্থিত দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার ১২তম বার্ষিক ওয়াজ মহফিল  আগামী ৮ ডিসেম্বর মাদ্রসা সংলগ্ন মাঠে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি। এ উপলক্ষে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এদিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে বিভিন্ন কার্যসূচি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাগপুরের শাহছুফি  জমিলুন্নবী চৌধুরী। সহ-সভাপতিত্ব করবেন রংপুরের মওলানা মোঃ মুহি উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেহেরপুরের হাজি মওলানা আব্দুল ওয়াহিদ রেজভি নুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহছুফি সৈয়দ মুফিদুল হোসেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাগাডহরের মওলানা মবরুর আহমেদ বড়ভূইয়া। এছাড়া আরও বিশিষ্ট উলামায়ে কেরাম, বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন।

Spread the News
error: Content is protected !!