লরিতে উঠার সময় পা পিছলে গাড়ির চাপায় মৃত্যু খালাসির
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : কালাইনছড়া টোল গেটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। লরিতে উঠার সময় পা পিছলে পড়ে গাড়ির চাপায় মৃত্যু ঘটল খালাসির। শুক্রবার ৬ নম্বর জাতীয় সড়কের কালাইনছড়া টোল গেটে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জহির উদ্দিন (২২) নামক যুবক ওই লরির খালাসি ছিলেন। লরিতে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গুরুতর জখম হন। তার বাড়ি জালালপুরে বলে জানা যায়। পথচারীদের সহযোগে দুর্ঘটনার স্থল থেকে গুমড়া পুলিশ উদ্ধার করে কালাইন সিএইচসিতে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা সেরে জহিরের অবস্থা আশঙ্কাজনক তাকায় সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। মেডিক্যাল নিয়ে যাওয়ার পথে প্রাণ হারাণ জহির।
জানা গেছে, এনএল ০১ এএইচ ১১৫৯ নম্বরের ১৬ চাকার লরি মেঘালয় থেকে বরাকে আসার পথে কালাইনছড়া টোল গেটে পৌঁছে চালক লরি থামিয়ে কিছুক্ষণ পর বরাকের দিকে রওনা দেয়। এ সময়ে সহচালক গাড়ির নিচে ছিলেন দৌঁড়ে এসে গাড়িতে উঠার সময় পা পিছলে নিচে পড়ে যান। দুর্ঘটনাগ্রস্থ লরি গুমড়া পুলিশ হেফাজতে নেয়।