বরাকবঙ্গের DCBL-এর অষ্টম শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার

বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পরিচালিত দূর-শিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় অসম সরকার অনুমোদিত ‘এক বছরকালীন বাংলা ডিপ্লোমা পাঠক্রম (DCBL)’-এর অষ্টম শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ৮ ডিসেম্বর রবিবার। শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন পড়ুয়াদের উদ্দেশে ভাষণ দান করবেন প্রধান অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, সম্মানিত অতিথি বিশিষ্ট গল্পকার মিথিলেশ ভট্টাচার্য এবং রাধামাধব কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায়।

দূর-শিক্ষাকেন্দ্রের অবৈতনিক নিবন্ধক ড. সব্যসাচী রায় এক প্রেস বিজ্ঞপ্তিতে নাম পঞ্জিকৃত ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট সবাইকে ওইদিন সকাল ১১টায় বঙ্গভবনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তুলতে আহ্বান জানিয়েছেন। এবারের এই অষ্টম বর্ষের পাঠক্রমে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ২২৪ জন পড়ুয়া ভর্তি হয়েছেন।
এই দূর-শিক্ষা কেন্দ্রের অবৈতনিক পরিচালনায় আছেন আচার্য ড. বিভাসরঞ্জন চৌধুরী, সঞ্চালক, ড. পরিতোষ চন্দ্র দত্ত, নিবন্ধক ড. সব্যসাচী রায়, সহকারি নিবন্ধক ড. জয়ন্ত দেবরায়, শিক্ষা আধিকারিক সঞ্জীব দেবলস্কর ও পরীক্ষা নিয়ন্ত্রক কবির হুসেন। রয়েছেন সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি ড. রাধিকারঞ্জন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত-ও।

Author

Spread the News