এইচডিএফসি ব্যাঙ্কের ক্লাব রোড শাখায় রক্তদান শিবির

বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : এইচডিএফসি ব্যাংক তাদের সমস্ত শাখাজুড়ে ‘ব্লাড ডোনেশন ড্রাইভ’- এর ১৬তম শিবির সারা দেশে আয়োজন করেছে। এরই অঙ্গ হিসেবে শিলচর ক্লাব রোডের শাখা শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করে। সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। এদিন সকাল ১১টায়  দেশের বেসরকারি সংস্থা এইচডিএফসি ব্যাঙ্কের ক্লাব রোডের শাখা কার্যালয়ে প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের গুণতিতানন্দজি মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশু পাল, সহ-সভাপতি জয় বরদিয়া, প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত, সহ-সভাপতি রঞ্জিত মিশ্র, কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ দিলওয়ার হোসেন, এইচডিএফসি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার অভিজিৎ রায়, ক্লাস্টার হেড রোহিনী ছেত্রী প্রমুখ। এদিনের রক্তদান শিবিরের কো-অর্ডিনেটর ছিলেন এইচডিএফসি ব্যাঙ্কের হোলসেল ব্যাঙ্কিং অপারেশন এর ইউনিট-হেড পারমিতা দাস।

এইচডিএফসি ব্যাঙ্কের ক্লাব রোড শাখায় রক্তদান শিবির

এইচডিএফসি ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার অভিজিত রায় স্বাগত বক্তব্যে জানান, শিলচরে এইচডিএফসি ব্যাংকের শাখা স্থাপনের পর থেকে প্রতিবছরই একাধিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এ বছরের নভেম্বর মাস থেকে আজ পর্যন্ত ৫টি শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, গত বছর ‘ব্লাড ডোনেশন ড্রাইভ’- এ দেশের ১৩৮৮টি শহরে ৭৪৮৭টি শিবির আয়োজন করে প্রায় ছয় লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছিল। এ বছর তার থেকেও বেশি সংখ্যক ইউনিট রক্ত সংগ্রহ করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।  গুনতিতানন্দজি মহারাজ রক্তদানের বিভিন্ন উপকারিতার কথা বলতে গিয়ে জানান, তিনি নিজেও অনেকবার রক্তদান করেছেন। বয়সের বাধ্যবাধকতায়  এখন আর রক্তদান করতে না পারার জন্য আক্ষেপ প্রকাশ করেন তিনি। সব্যসাচী রুদ্র গুপ্ত বলেন, সামাজিক দায়বদ্ধতার কথা বিবেচনা করে এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষ এইভাবে রক্তদান শিবির আয়োজন করার জন্য ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনেও রক্তদান শিবির আয়োজন অব্যাহত রাখতে ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

এইচডিএফসি ব্যাঙ্কের ক্লাব রোড শাখায় রক্তদান শিবির

এদিন এইচডিএফসি ব্যাংকের ক্লাস্টার হেড রোহিনী ছেত্রী সহ ১৬ জন রক্তদান করেন। এরা হলেন দেবদীপ চৌধুরী, বিশ্বজিৎ রায়, সৌভিক চক্রবর্তী, প্রসেনজিৎ গুন, ধীমান সাহা, শান্তনু দাস, সুবীর রঞ্জন দাস, বাপ্পা দাস, মুন্না পাল, আসরাফ উল হক লস্কর, অঞ্জন দাস, দিদারুল মজুমদার, বাবলু রায়, সাইদুর রহমান বনভূইয়া, শিবজ্যোতি দত্ত। সব রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে একটি মেডেল এবং শংসাপত্র, কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে একটি শংসাপত্র এবং এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে শংসাপত্র এবং উপহার দিয়ে সম্মানিত করা হয় রক্তদাতাদের। শিবির চলাকালীন রক্তদাতাদের উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন এইচডিএফসি ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার অভিজিৎ রায়, ম্যানেজার অভ্রদীপ দে ও পারমিতা দাস, মমতা ঘোষ সহ ব্যাঙ্কের কর্মীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের মহিলা শাখার সাধারণ সম্পাদিকা দেবস্মিতা বিশ্বাস, সদস্য কিনকিনি দত্ত, কাছাড় জেলা কমিটির যুগ্ম সম্পাদক শিবম দাস প্রমুখ।

এইচডিএফসি ব্যাঙ্কের ক্লাব রোড শাখায় রক্তদান শিবির

Author

Spread the News