উনামগাঁও থে‌কে বিশাল অজগর সাপ উদ্ধার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : পাথারকান্দির উনামগাঁও থে‌কে বিশালাকার অজগর সাপ উদ্ধার করল দোহা‌লিয়ার বৈঠাখাল ফ‌রেস্ট।জানা গেছে, গ্রামের স্থানীয় জনগ‌ণের খব‌রের ভি‌ত্তি‌ত্তে দোহা‌লিয়া ফ‌রেস্ট রেঞ্জকর্তা প্রণব ক‌লিতার নি‌র্দেশে এক অ‌ভিযা‌নে নে‌মে পাথারকা‌ন্দি ওএন‌জি‌সি রো‌ডের উনামগাঁও রাজস্ব গ্রাম থে‌কে‌ বিশালাকার অজগর সাপ উদ্ধার করল বৈঠাখাল ফ‌রেস্ট।

বৃহস্প‌তিবার রা‌তে বৈঠাখাল ফ‌রেস্ট বি‌টের ইনচার্জ মিন্টু বরুয়া সহ বনকর্মী প্রাঞ্জল গ‌গৈ দলবল নি‌য়ে  উপ‌স্থিত হ‌য়ে স্থানীয় জনগ‌ণের সহ‌যো‌গিতায় বিশালাকার অজগর সাপ পাকড়াও ক‌রেন। সাপ‌টি‌কে মধুরবন্দ বনাঞ্চ‌লে ছে‌ড়ে দেওয়া হয়।এ ম‌র্মে বিটকর্তা মিন্টুবাবু জানান, উদ্ধার করা সাপ‌টির বয়ষ অনুমা‌নিক চার বছর হ‌বে। সাপ‌টি লম্বা ছিল প্রায় দশ ফুটের মতো। ওজন প্রায় ষাট কে‌জির মত ছিল।

উনামগাঁও থে‌কে বিশাল অজগর সাপ উদ্ধার

Author

Spread the News