হামা দখলের দিকে এগোচ্ছে সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী

৩ ডিসেম্বর : ইতিমধ্যেই সিরিয়ার (Syria) দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল হয়ে গিয়েছে। এবার অন্য একটি জনপদ হামা দখলের দিকে এগোচ্ছে সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরি অল-শাম’ এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী। এই পরিস্থিতিতে এবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাদের সাহায্য করতে মিলিশিয়া বাহিনী পাঠাল ইরান।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই ইরানের বাহিনী সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দপ্তর সরাসরি বাহিনী পাঠানোর কথা না জানালেও আসাদকে সামরিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন। অন্যদিকে, আসাদের সমর্থনে এগিয়ে এসেছে রুশ সেনাও। সোমবার প্রেসিডেন্ট পুতিনের বিমানবহর এইচটিএস-এর অগ্রবর্তী বাহিনীর উপর হামলা চালিয়েছে। কিন্তু ইতিমধ্যেই রবিবার ইদলিব প্রদেশের গুরুত্বপূর্ণ শহর মারাত আল নুমান দখল করেছে বিদ্রোহীরা। আমেরিকা, রাশিয়া সহ আরও বেশ কিছু দেশ এইচটিএস-কে জঙ্গিগোষ্ঠী বলে চিহ্নিত করেছে। তুরস্কের মদতেপুষ্ট আসাদ-বিরোধী বাহিনী সিরিয়ান ন্যাশনাল আর্মি ভেঙেই তৈরি হয়েছে এই গোষ্ঠী। অন্যদিকে, এদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র সঙ্গে ‘সম্পর্ক’ রয়েছে জঙ্গিগোষ্ঠী আইএসের।

হামা দখলের দিকে এগোচ্ছে সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী
Spread the News
error: Content is protected !!