শিলচর বইমেলার সমাপ্তি

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : সোমবার সন্ধ্যায় বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে ৩২তম শিলচর বই মেলার সমাপ্তি হয়। সমাপ্তি অনুষ্ঠানে সম্পাদক বিপ্লব পাল চৌধুরী জানান, আগামী বছর থেকে আগের সূচনা তারিখ অনুযায়ী ১৪ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর ৩৩ তম শিলচর বই মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি বই মেলায় আগত প্রকাশনা গোষ্ঠী সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করা সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সমাপ্ত অনুষ্ঠানে সভানেত্রী স্বর্ণালী চৌধুরী বলেন, বই সমাজের জন্য বিশেষ প্রয়োজন। বর্তমান সময়ের প্রেক্ষিতে বই মেলার দরকার রয়েছে। এছাড়া তিনি শিলচর বই মেলার প্রতিষ্ঠাতা পরিতোষ পাল চৌধুরীর কথা স্মরণ করেন। তাছাড়া মেলায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ উপভোগ করা যায় বলেও উল্লেখ করেন।

বইমেলার চেয়ারম্যান হারাণ দে মেলায় উপস্থিত সবাইকে ধন্যবাদ  জানান। এছাড়া বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ চন্দ, সাহিত্য সম্পাদক মৃদুলা ভট্টাচার্য।  সঞ্চালনা করেন গৌতম তালুকদার।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয় রায়, রাজু চৌধুরী, বিশ্বজিৎ আচার্য প্রমুখ।এদিন সভার পর শিলচরের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর সার্কিট হাউস রোড বিপিন পাল সভাস্থলে সূচনা হয়েছিল মেলার।

শিলচর বইমেলার সমাপ্তি
Spread the News
error: Content is protected !!