৪ ডিসেম্বর এআইইউটিইউসি-র রাজ্য ভিত্তিক শ্রমিক অভিবর্তন শিলচরে

বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর :  এআইইউটিইউসি-র অসম রাজ্য কমিটির উদ্যোগে রাজ্য ভিত্তিক শ্রমিক অভিবর্তন শিলচরে আয়োজন করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর গান্ধীভবনে অনুষ্ঠিত হবে শ্রমিক অভিবর্তন। সোমবার শিলচরের এআইইউটিইউসির জেলা কার্যালয়ে  সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক আজহার হোসেন। আজহার হোসেন  তার বক্তব্যে বলেন জনসাধারণের কষ্টে উপার্জিত অর্থে গড়ে ওঠা রেল, ব্যাঙ্ক,  বীমা, বিমান ও নদী বন্দর সহ সরকারি ও রাষ্ট্রীয় শিল্প সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে দেশি-বিদেশি পুঁজিপতিদের হাতে জলের মূল্যে তুলে দেওয়া হচ্ছে ৷ একদিকে শ্রমিক কর্মচারীর বেতন হ্রাস করে  কাজের সময়সীমা বৃদ্ধি করছে অন্যদিকে শ্রমিকের সুরক্ষা নিরাপত্তার অধিকার হরণ করে শ্রমিকদের জীবন আরও বিপর্যস্ত করে তোলা হচ্ছে। স্থায়ী কর্মচারীর নিযুক্তি আজ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে ৷ সবাই ঠিকাভিত্তিক শ্রমিক৷ চা শিল্পের শ্রমিকদের উপর চলছে নানা ধরনের জুলুম, তাদের ন্যূনতম মজুরি অদ্যাবধি নির্ধারণ করা হয়নি ৷ এই পরিপ্রেক্ষিতে আসামে শ্রমিক আন্দোলন শক্তিশালী করতে এই  অবিবর্তন খুবই জরুরী৷

অরুণাংশু ভট্টাচার্য বলেন, যৌথ ট্রেড ইউনিয়ন আন্দোলন সারা ভারতবর্ষে চলছে কিন্তু এই আন্দোলন শক্তিশালী হয়ে ওঠেনি। তিনি বলেন, যথার্থ বিপ্লবী চিন্তাধারার ভিত্তিতে এবং সঠিক বিপ্লবী শ্রমিক সংগঠনের নেতৃত্ব প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত শ্রমিক আন্দোলন যথার্থ সফলতা পাবে না ৷ এই অবিবর্তনকে সফল করে তোলার জন্য সর্বস্তরের জনগণকে সকল প্রকার সাহায্য এবং সহযোগিতা করার জন্য আবেদন জানান।

এ দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সহ-সম্পাদক ভবতোষ চক্রবর্তী, দুইজন আসাম রাজ্য সংগঠক অজিত আচার্য এবং রাজ্য কমিটির কার্যকারী সদস্য সুব্রত চন্দ্র নাথ।

Author

Spread the News