মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন ফড়ণবীশই?
২ ডিসেম্বর : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীশই। বিজেপি ওই পদের জন্য তাঁর নাম ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে। সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন বর্ষীয়ান এক বিজেপি নেতা।
তিনি আরও জানিয়েছেন, আগামী দুদিনের মধ্যে বিজেপির পরিষদীয় দলের বৈঠক হবে। তারপর মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করে দেওয়া হবে ফড়ণবীশের।