তিনটি বিভাগে সেরা পাঁচে শিলচরের তিন পড়ুয়া, মেধা তালিকায় ৯

বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : অসম গণিত অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অভূতপূর্ব ফল করেছে বরাক উপত্যকার পড়ুয়ারা। শীর্ষ ক্যাটাগরি অর্থাৎ নবম থেকে একাদশ শ্রেণি বিভাগে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে শিলচর অধরচান্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অরিন্দম সী। এছাড়া শিলচর কেন্দ্রের সেন্ট ক্যাপিটেনিও সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র সৌভিক দত্ত প্রথম বিভাগে পঞ্চম এবং দ্বিতীয় বিভাগে পিএমশ্রী শিলচর কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র ওম পাল তৃতীয় স্থান অধিকার করেছে। অসম অ্যাকাডেমি অব ম্যাথমেটিক্সের (এএএম) পরিচালনায় গত ১ সেপ্টেম্বর রাজ্যের মোট ৫৫টি কেন্দ্রে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পন্ন হয়। ৮৭০০ জনেরও বেশি পড়ুয়া মর্যাদাপূর্ণ রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তিনটি বিভাগে পরিচালিত হয়েছিল এই পরীক্ষা। ক্যাটাগরি ১ (পঞ্চম ও ষষ্ট শ্রেণি), ক্যাটাগরি ২ (সপ্তম ও অষ্টম শ্রেণি) এবং ক্যাটাগরি ৩ (নবম, দশম এবং একাদশ শ্রেণি)। গত ২৯ নভেম্বর এর ফলাফল ঘোষণা করা হয়েছে ৷

অসম গণিত অলিম্পিয়াডে বরাকে নজরকাড়া ফল

বরাক উপত্যকার মূলত শিলচর ও হাইলাকান্দি কেন্দ্রের পড়ুয়ারাই এবার সেরা ফল করেছে। তিনটি বিভাগের তিনজন শ্রেষ্ঠ স্থানাধিকারী ছাড়াও এবারের পরীক্ষায় এই দুই কেন্দ্র থেকে আরও নয়জন পড়ুয়া মেধা তালিকায় স্থান পেয়েছে। এরা হল- প্রথম বিভাগে হাইলাকান্দির পৃথ্বীরাজ সিংহ ও অনিষ্কা সরকার, কালাইনের বিশ্বদীপ দেব এবং শিলচরের রামানুজ দাস। দ্বিতীয় বিভাগে শিলচরের নির্মাল্য রায় এবং হাইলাকান্দির আমিনুল মারুফ মজুমদার। তৃতীয় তথা শীর্ষ বিভাগে মেধা তালিকায় স্থান পেয়েছে শিলচরের শ্রেষ্ঠা মজুমদার, তাহমেদ আখতার চৌধুরী এবং সৌরজ্যোতি দাস। সম্পূর্ণ ফলাফল এএএম-এর ওয়েবসাইটে পাওয়া যাবে। (aamonline.org.in)

অসম গণিত শিক্ষায়তনের কার্যকরী সদস্য তথা নরসিংপুর শিক্ষাখণ্ডের পালংঘাট ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পাল এক বিবৃতিতে জানিয়েছেন, এই পরীক্ষায় তিনটি বিভাগেই সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হবে। ক্যাটাগরি ১-এ প্রথম স্থানাধিকারীকে শান্তিরাম দাস মেমোরিয়াল ট্রফি দেওয়া হবে। বাকি চারজন পাবে প্রাণেশ্বর কলিতা মেমোরিয়াল ক্যাশ অ্যাওয়ার্ড ২০০০ টাকা করে। তৃতীয় শ্রেণিতে প্রথম স্থানাধিকারী ডঃ সুব্রতানন্দ দেওয়ারা মেমোরিয়াল গোল্ড মেডেল পাবে। এছাড়া প্রত্যেক বিভাগের প্রথম স্থানাধিকারীকে অধ্যাপক দুর্গেশ্বর দাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড হিসেবে নগদ ১৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। সব বিভাগের সেরা পাঁচ স্থানাধিকারীকে পঙ্কজ আগরওয়াল প্রদত্ত পুস্তক তুলে দেওয়া হবে। অন্যদিকে অসম অ্যাকাডেমি অব ম্যাথমেটিক্স থেকে ক্যাটাগরি ১-এর পাঁচটি র‍্যাঙ্কধারী সবাই নগদ পুরষ্কার পাবে ৩০০০ টাকা করে, ক্যাটাগরি ২-এর পাঁচজন র‍্যাঙ্কধারী পাবে নগদ পুরষ্কার হিসেবে ৪০০০ টাকা করে এবং ক্যাটাগরি ৩-এর পাঁচজন র‍্যাঙ্কধারী সবাই নগদ পুরষ্কার পাবে ৫০০০ টাকা করে। এছাড়া প্রতিটি বিভাগে মেধা তালিকায় স্থানাধিকারী পড়ুয়াদের মেধার শংসাপত্র এবং প্রশংসার শংসাপত্র দেওয়া হবে ৷ আগামী ২২ ডিসেম্বর অসম অ্যাকাডেমি অব ম্যাথমেটিক্স-এর উদ্যোগে জাতীয় গণিত দিবস উদযাপন অনুষ্ঠানে র‍্যাঙ্কধারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, অসম অ্যাকাডেমি অব ম্যাথমেটিক্সের উদ্যোগে রাজ্যের শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক প্রতিভা চিহ্নিত করতে এবং গণিতের প্রতি তাদের উৎসাহ অনুধাবন করতে প্রতিবছর অসম গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করা হয়। তরুণ প্রতিভাদের সন্ধান এবং জাতীয় স্তরের অলিম্পিয়াড যেমন আইওকিউএম এবং আইএনএমও-এর জন্য প্রস্তুত করার জন্য এএএম বেশ কিছু প্রশিক্ষণেরও আয়োজন করে।

Author

Spread the News