বারইগ্রাম থেকে ত্রিপুরা পর্যন্ত রথযাত্রা আশ্রম কমিটির

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : বারইগ্রাম থেকে ত্রিপুরা পর্যন্ত রথযাত্রায় স্থানে স্থানে বরণ করতে ভক্তকুলে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হল। প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে শঙ্খধ্বনি উলুধ্বনি কাশি ঘণ্টা বাজিয়ে শ্রীশ্রী গোপাল জিউ শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম থেকে মন্দির ও বিগ্রহের ২৯৯ বছর ও প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ১১০তম আবির্ভাব তিথি উপলক্ষে রথযাত্রা শুরু হয়। শুরুতে আশ্রমের বৈষ্ণব বৈষ্ণবীরা পূজা সেরে রথ যাত্রা ত্রিপুরার উদ্যেশে পাড়ি দেয়। যাওয়ার পথে প্রথমে পাথারকান্দি উত্তরের রেল গেটে বরণ করেন অগণিত ভক্তরা। তারা নাম কীর্তন করে দক্ষিণের রেল গেট পর্যন্ত নিয়ে যান। এরপর ত্রিপুরার সরসপুর বাজারে ও কদমতলায় রথকে ভক্তরা বরণ করে নাম কীর্তন করেন। সেখান থেকে রথ কৈলাশহর ডলুগাঁও এলাকা বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সঙ্গে বাইক ও টুকটুকের মিছিল সহযোগে প্রভুর রথ বরণ করেন ভক্তরা।

কৈলাশহর থেকে রথযাত্রা ধর্মনগরের পদ্মপুর রাধারমণ গোস্বামী জিউর মন্দিরে ভক্তরা বরণ করেন রাতে উপাসনার আয়োজন করা হয়। ভক্তরা নাম কীর্তনের মাধ্যমে প্রথম দিনের রথ যাত্রা সমাপ্ত হয়। রথযাত্রা শুরু কালে উপস্থিত ছিলেন আশ্রমের সুদেবি দাসী, রাধে দাস বাবাজি, সনাতন দাস বাবাজি। তাছাড়া আশ্রম পরিচালন সমিতির সহ সভাপতি বাদল পাল, ডাঃ দুর্বাদল দাস, নিরঞ্জন দে, সম্পাদক তরুণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নীরেন পাল, প্রচার সম্পাদনা কার্তীক পালকৌশিক দেব, রঞ্জিত রায়, শঙ্করজিৎ দাস, বাপ্পন পাল, পীযূষকান্তি দাস, কৌরব দাস প্রমুখ।

বারইগ্রাম থেকে ত্রিপুরা পর্যন্ত রথযাত্রা আশ্রম কমিটির

এদিকে, রথ সোমবার ধর্মনগর পদ্মপুর থেকে কামেস্বর রাধারমণ গোস্বামী জিউর মন্দিরে,তারপর বাগবাসা হয়ে দশদা পানিসাগর। মঙ্গলবার পানিসাগর থেকে বাজারিছড়া যাত্রা করবে। রথকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

বারইগ্রাম থেকে ত্রিপুরা পর্যন্ত রথযাত্রা আশ্রম কমিটির

Author

Spread the News