মণিপুরে গোঁসাইপুরের ব্যক্তিকে অক্ষত উদ্ধারের দাবিতে সোনাইয়ে ধরনা

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : মণিপুরে নিখোঁজ উধারবন্দের গোঁসাইপুরের ব্যক্তিকে উদ্ধারের দাবি উঠল সোনাইয়েও। শুক্রবার বিকেলে নগদিরগ্রাম তৃতীয় খণ্ডের মণিপুরী বস্তিতে দাবি জানিয়ে ধরনা প্রদর্শন করেন। গোসাইপুরের নিখোঁজ ব্যক্তি লইশ্রাম কমলবাবু সিংহকে অক্ষত উদ্ধারের দাবি তুলেছেন। এতে অংশ নিয়ে বিশিষ্ট ব্যক্তি ডাঃ এম শান্তিকুমার সিংহ জানান, সেনাবাহিনীর ক্যাম্পে কাজে যোগ দিয়ে নিখোঁজ হওয়া বড় দুঃখজনক। আজ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে। এদিন উপস্থিত ছিলেন কমলবাবুর স্ত্রী বেলারানি সিংহ, লতিবা সিংহ, গুরুকল ইংলিশ স্কুলের এমডি লালবাবু সিংহ, নন্দবাবু সিংহ, নাজির আহমেদ, রঞ্জিত সিংহ, আহমেদ হোসেন বড়ভূইয়া সহ অন্যান্যরা।

লেইমাখঙে আর্মি ক্যাম্পে সুপার ভাইজার ছিলেন তিনি। কর্মরত অবস্থায় গিয়ে নিখোঁজ হয়ে পড়েন। কিন্তু পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। অক্ষত অবস্থায় স্বামীকে উদ্ধার করে দিতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাতর আরজি জানিয়েছেন স্ত্রী বেলারানি সিংহ।
উল্লেখ্য, নিখোঁজ ব্যক্তির শ্বশুর বাড়ির নগদিগ্রামে।

মণিপুরে গোঁসাইপুরের ব্যক্তিকে অক্ষত উদ্ধারের দাবিতে সোনাইয়ে ধরনা
Spread the News
error: Content is protected !!