হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইজরায়েল

২৮ নভেম্বর : দীর্ঘ ১৪ মাস আক্রমণ পাল্টা আক্রমণের পর অবশেষে ইজরায়েল ও ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে দ্বীপাক্ষিক সংঘর্ষবিরতি (Israel-Hezbollah War) শুরু হয়েছে। যুদ্ধবিরতিতে (Ceasefire)  সম্মত হল ইজরায়েল (Israel-Hezbollah)। মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে ইজরায়েলের মন্ত্রিসভা। এরপর নীতিগতভাবে এই চুক্তি অনুমোদন করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সূত্রের খবর, শুধুমাত্র চুক্তির ভিত্তিতে আগামী ৬০ দিনের জন্য শত্রুপক্ষের বিরুদ্ধে কোনও রকম কড়া পদক্ষেপ নেবে না ইজরায়েল।

হিজবুল্লাহের তরফেও প্রায় একই রকম আভাস মিলেছে। তবে এখনও পর্যন্ত ইজরায়েলি সেনাদের লেবানন ছাড়ার খবর মেলেনি। এহেন আবহে যুদ্ধবিরতির পর লেবাননের রাজপথে একপ্রকার উল্লাস প্রদর্শন করছেন বাসিন্দারা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইজরায়েল-হিজবুল্লাহর বহু প্রতীক্ষিত যুদ্ধ বিরতির পর আতঙ্কে ঘর ছাড়া লেবাননের বাসিন্দারা ইতিমধ্যেই এলাকায় ফিরতে শুরু করেছেন। তবে এর মধ্যেও ভয় ধরাচ্ছে ইজরায়েল। দেশটির তরফে সতর্ক করে বলা হয়েছে, চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও লেবানিজ যেন এলাকায় ফিরে না আসেন। কেননা, ইজরায়েলের সামরিক বাহিনী ও সশস্ত্র হিজবুল্লাহ বাহিনীর মধ্যে যুদ্ধ সমাপ্তি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ফলত আগেভাগে সতর্ক বার্তা দিয়ে লেবাননের বাসিন্দাদের সংযত থাকার কথা বলেছে নেতানিয়াহুর দেশ।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইজরায়েল

Author

Spread the News