পূর্ব লেবাননে ইজরায়েলি বিমান হামলা, নিহত ৪৭

২২ নভেম্বর : পূর্ব লেবাননে ইজরায়েলি বিমান হামলায় ৪৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার চালানো হামলায় এ ঘটনা ঘটে। লেবাননের সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান সমর্থিত হিজবুল্লাহকে যুদ্ধবিরতির প্রস্তাব বাধ্য করার জন্য ইজরায়েল এমন নৃশংস হামলা চালিয়েছে। রয়টার্স সূত্রে জানা যায় এ খবর।

মার্কিন মধ্যস্থতাকারী আমোস হোস্টেইন গত মঙ্গলবার লেবানন সফর করেন। ওই সময়ে তিনি বলেন, ‘আমাদের মাঝে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে’। মার্কিন এই মধ্যস্থতাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী কাটজের সঙ্গেও সাক্ষাত করেন।

লেবাননের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে বৈরুত কিছুটা পরিবর্তন চেয়েছে। দক্ষিণ লেবানন থেকে যত দ্রুত সম্ভব ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে নিশ্চিয়তা চাওয়া হয়েছে।
খবর : দৈনিক ইনক্লাব ডিজিটাল।

পূর্ব লেবাননে ইজরায়েলি বিমান হামলা, নিহত ৪৭

Author

Spread the News