বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলেই খুন শিক্ষিকা
২১ নভেম্বর : তামিলনাড়ুর তাঞ্জাভুর এলাকায় এক ২৬ বছর বয়সী নারী শিক্ষিকাকে স্কুল প্রাঙ্গণেই হত্যা করা হয়েছে। জানা গেছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানই এই হত্যার কারণ। বৃহস্পতিবার সকালে মাল্লিপট্টিনম সরকারি স্কুলে ৩০ বছর বয়সী মদন নামের এক ব্যক্তি ওই নারী শিক্ষিকার উপর আক্রমণ চালায়।
গলায় গভীর ক্ষত তৈরি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে পথেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর স্কুলে শোকের ছায়া নেমে আসে। পুলিশকে ঘটনার বিষয়ে জানানো হয় এবং শিক্ষিকার পরিবারের সদস্যদেরও ডাকা হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ মদনকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে উঠে এসেছে যে, শিক্ষিকা ও মদনের পরিবার সম্প্রতি তাদের বিয়ে নিয়ে আলোচনা করেছিল, কিন্তু শিক্ষিকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর হতাশ হয়ে মদন স্কুলে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার উপর আক্রমণ চালায়।
শিক্ষামন্ত্রী অনবিল মহেশ পয়ামোজি এই ঘটনার নিন্দা করেছেন এবং শিক্ষার্থীদের মানসিক সমর্থন দিতে দ্রুত কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।