৫৬ বছর পর গায়ানায় প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী
২১ নভেম্বর : নাইজিরিয়া ও ব্রাজিল সফরের পর এবার গায়ানাতে (Guyana) এসে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার সকালে গায়ানায় পা রাখেন তিনি। এটি তাঁর ত্রিদেশীয় সফরের অন্তিম ধাপ। আগামী শুক্রবার ভারতের উদ্দেশে রওনা দেবেন মোদি।
এদিন গায়ানার বিমানবন্দরেই উপস্থিত ছিলেন সেদেশের প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলি (Irfan Ali)। দেশের গুরুত্বপূর্ণ নেতানেত্রীরাও উপস্থিত ছিলেন সেখানে। বিমান থেকে নামতেই মোদিকে স্বাগত জানানো হয়। এমনকি ভারত-গায়ানার ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ হিসাবে মোদিকে ‘জর্জটাউন শহরের চাবি’ (Key to the City of Georgetown) হস্তান্তর করা হয়। এই সফরকালে মোদি গায়ানার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং সেদেশের পার্লামেন্টে বক্তৃতা দেবেন। দ্বিতীয় ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনে ক্যারিবিয়ান অংশীদার দেশগুলির নেতাদের সঙ্গেও যোগ দেবেন মোদি। এছাড়াও সেদেশের ভারতীয় বংশোদ্ভূতদের আয়োজিত সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ইতিমধ্যেই গায়ানা ও বার্বাডোজ প্রশাসন ঘোষণা করেছে, ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হবে। জানা গিয়েছে, গায়ানার সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অব এক্সিলেন্স’-এ সম্মানিত করা হবে মোদিকে। অন্যদিকে বার্বাডোজের ‘অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ’ সম্মানেও ভূষিত করা হবে তাঁকে।
উল্লেখ্য, দীর্ঘ ৫৬ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গায়ানা সফরে গেলেন। এর আগে ১৯৬৮ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি গায়ানায় গিয়েছিলেন।