জিরিঘাটে কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন, পরিদর্শন এসপির

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : উত্তপ্ত পরিস্থিতি জিরিবামে। জাতিদাঙ্গায় একের পর এক মৃত্যু ঘটছে। তার প্রভাব কাছাড় জেলায় যেন না পড়ে এবং কোন ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য কড়া নজরদারি রাখছে কাছাড়ের পুলিশ। অসম-মণিপুর সীমান্তের জিরিঘাটে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সীমান্তে অসম পুলিশের একটি কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন করা হয়।

পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিদিন সীমান্ত এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার নুমুল মাহাতো। সোমবার রাতেও তার কোন ব্যতিক্রম হয়নি। দলবল নিয়ে পুলিশ সুপার সীমান্ত এলাকা জিরিঘাট পরিদর্শন করেন।

জিরিঘাটে কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন, পরিদর্শন এসপির
Spread the News
error: Content is protected !!