লঙ্গাই নদী‌তে স্নান কর‌তে গি‌য়ে সলিলসমাধি ব্যক্তির

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : লঙ্গাই নদী‌তে স্নান কর‌তে গি‌য়ে সলিলসমাধি ঘটল ব‌িলবা‌ড়ির এক ব‌্যক্তির। নিজের বা‌ড়ির পাশে লঙ্গাই নদী‌তে শনিবার বিলবা‌ড়ি গ্রা‌মের বছর আটচ‌ল্লিশের অকৃতদার নিত্যবাবু সিনহার মর‌দেহ ভে‌ঁসে উ‌ঠে।  শুক্রবার দুপু‌রে তিনি নদীতে তলিয়ে যান। প‌রিবা‌রের লো‌কেরা ঘা‌টে উপ‌স্থিত হ‌য়ে প্রত‌্যক্ষ ক‌রেন যে তার সাবান এবং গামছা পড়ে রয়েছে নদীর ধা‌রে। প‌রে তা‌কে নদী সহ আশপাশ এলাকায় খোঁজ খবর ক‌রেও পাওয়া যায়‌নি। শে‌ষে প‌াথারকা‌ন্দি পু‌লিশ‌কে অবগত করা হয়।

এ‌দি‌কে শ‌নিবার ঘাট থে‌কে কিছুটা দুরব‌র্তি স্থা‌নে নিত‌্যবাবুর মর‌দেহ ভাঁস‌তে দে‌খেন স্থানীয়রা। প‌রে সা‌র্কল অ‌ফিসার সহ স্থানীয় পু‌লিশ তদ‌ন্তে নে‌মে মৃত‌দেহ এনকু‌য়েস্ট ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য জেলা সি‌ভিল হাস্পাতালে প্রেরন ক‌রে।

Spread the News
error: Content is protected !!