জিরিবামে মার ও কুকি বন্দুকধারীর সঙ্গে গুলির লড়াই, হত ১০
কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : জিরিবামে চলল গুলির লড়াই। একের পর এক মৃত্যু। এক কথায় মৃত্যুর মিছিল।সিআরপিএফের গুলিতে দশজন বন্দুকধারীর মৃত্যু ঘটল। শহিদ হয়েছেন এক সিআরপিএফ।
সোমবার বিকেল অনুমান তিনটায় জিরিবাম জেলার বড়বেকড়া সাব ডিভিশনের জাকুড়াডহরে এই ঘটনা সংঘটিত হয়েছে। জিরিবামের জাকুড়াডহরে মৈতৈ সম্প্রদায়ের প্রায় বারোটি দোকান রয়েছে। পাশেই জাকুড়াডহর পুলিশ থানা সঙ্গে সিআরপিএফ শিবির।
জানা যায়, বেলা আড়াইটা নাগাদ একদল মার ও কুকি বন্দুকধারী মৈতেইদের দোকান গুলোতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছে।দোকান গুলো জ্বালিয়ে পুলিশ থানায় আক্রমণের চেষ্টা চালায় বন্দুকধারীরা। ঐ সময় পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ ও সিআরপিএফ। তাদের গুলিতে দশজন মার কুকি বন্দুকধারী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।একজন সিআরপিএফ নিহত হয়েছেন ও দুজন জখম হয়েছেন বলে জানা যায়।