বদরপুরে খোঁজের যোগাসন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : খোঁজ শিলচরের আয়োজিত আল হিরা হায়ার সেকেন্ডারি স্কুলের সহযোগিতায় আন্ত পুণ্যলালচন্দ্র পাল স্মৃতি যোগাসন প্রতিযোগিতা সুস্ঠু ভাবে সম্পন্ন হল। শনিবার সন্ধ্যা ছয়টায় প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতা দেখার জন্য বদরপুর অঞ্চলের অনেক স্কুল অংশগ্রহণ করেন এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। চারটি বিভাগ ছিল প্রতিযোগিতায়। চারটি বিভাগের মধ্যেই যোগাসন রাত ১০-৩০ মিনিটে শেষ হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন রাতুল চক্রবর্তী, তানিয়া শ্যাম, তপন চেতিয়া ও শুভঙ্কর সাহা। সম্পূর্ণ অনুষ্ঠানে অবজারভারের দায়িত্ব পালন করেন সানু চৌধুরী।

বদরপুরে খোঁজের যোগাসন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

বদরপুর আল-হিরা ন্যাশন্যাল স্কুলের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতায় সেন্ট্রাল পাব্লিক স্কুল বদরপুর, বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয় বদরপুর, বদরপুর বিদ্যা মন্দির, মহর্ষি সন্দীপন বিদ্যাপিঠ, হলি ফ্লালাওয়ার কাটিগড়া, পেরাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল, আল-হিরা বদরপুর সহ বেশকটি স্কুল অংশগ্রহণ করে। এতে ছয় থেকে আট বছর বয়সের ছেলেদের গ্রুপে প্রথম স্থান লাভ করে‌ বদরপুর সেন্ট্রাল পাব্লিক স্কুলের আরিফ উদ্দিন, দ্বিতীয় স্থান লাভ করে একই স্কুলের মিম উদ্দিন ও তৃতীয় হয় বদরপুর আল-হিরা ন্যাশন্যাল স্কুলের তামিম হোসেন বড়লস্কর। ছয় থেকে আট বছর মেয়েদের বিভাগে প্রথম হয় মহর্ষি সন্দীপন বিদ্যাপিঠের দীপাশা দত্ত, দ্বিতীয় একই স্কুলের জয়শ্রী মজুমদার এবং তৃতীয় সেন্ট্রাল পাব্লিক স্কুলের মাহি চন্দ্র। নয় থেকে এগারো বছরের প্রতিযোগিতায় প্রথমস্থান লাভ করে বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের লক্ষ্য মালাকার, দ্বিতীয় আল-হিরা স্কুলের সাহিল আরমান ও তৃতীয় স্থান লাভ করে একই স্কুলের সাহিব কামাল লস্কর। ১২ থেকে ১৫ বছরের বয়সের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে কাটিগড়া হলি ফ্লাওয়ার স্কুলের ছাত্র রাজদীপ চক্রবর্তী, দ্বিতীয় হয় সেন্ট্রাল পাব্লিক স্কুলের জালাল উদ্দিন এবং তৃতীয় স্থান লাভ করে একই স্কুলের ইমরান মহসিন।

বদরপুরে খোঁজের যোগাসন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোঁজের সভাপতি ডাঃ এম মাসুম, নেহেরু যুব কেন্দ্রের বরাক জোনের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর, বিশিষ্ট চিকিৎসক তথা নিরাময়ের চেয়ারম্যান ডাঃ অজিতকুমার ভট্টাচার্য, কাছাড় ক্যানসার হাসপাতালের প্রশাসনিক অফিসার কল্যাণকুমার চক্রবর্তী, ভারতীয় যোগা অ্যাসোসিয়েশনের উত্তরপূর্ব ভারতের জোনাল কো-অর্ডিনেটর শতাক্ষী ভট্টাচার্য, হকির জাতীয় খেলোয়াড় তাহেরা লস্কর, দৈনিক নববার্তা প্রসঙ্গের মূল কর্তা আবিদুর রহমান চৌধুরী, স্কুলের সম্পাদক সেলিম আহমেদ খান, সভাপতি সাব্বির আহমেদ সহ অন্যান্যরা। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন রাফাতমামুন মজুমদার ও সূর্তপা ঘোষ।

বদরপুরে খোঁজের যোগাসন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া
বদরপুরে খোঁজের যোগাসন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

Author

Spread the News