গৌরবের সঙ্গে লড়াই, বিজেপির অপপ্রচার : ভুপেন


বরাক তরঙ্গ, ২ নভেম্বর : এমন যেন বক্তব্য রাখা না হয় যাতে বিজেপি বিরোধী জনগণের মনে আঘাত করে। এ ধরনের বক্তব্য উল্টো বিজেপির লাভ হবে। বিভ্রান্ত সৃষ্টি করা বক্তব্য বা বিজেপি বিরোধী জনগণের মনে আঘাত লাগে এমন বক্তব্য না দেওয়ার আহ্বান জানান। শনিবার কাছাড়ের ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে এসে এ কথা স্পষ্ট ভাবে বলেন। এ ছাড়া তিনি গৌরব গগৈর সঙ্গে লড়াই প্রসঙ্গে বলেন, এটা বিজেপির অপপ্রচার। গৌরব গগৈ ও তিনি একই সঙ্গে কাজ করছেন। রাজ্যের ডেপুটি লিডার গগৈ ও তিনি প্রদেশ সভাপতি। তাঁরা সিদ্ধান্ত মতে কাজ করছেন।

সভাপতির নির্দেশে সামাগুড়িতে রকিবুল হুসেন, ধলাইয়ে অজিত সিংহ, বিহালিতে গৌরব গগৈ, বঙাইগাঁওয়ে প্রদ্যুৎ বরদলৈ ও সিদলিতে জাকির হুসেন শিকদার ইনচার্জ হিসেবে প্রচারকাজ চালাচ্ছেন। তিনি বলেন, বিজেপির অপপ্রচারের কাউন্টার দিলে কেমন হবে।

গৌরবের সঙ্গে লড়াই, বিজেপির অপপ্রচার : ভুপেন
গৌরবের সঙ্গে লড়াই, বিজেপির অপপ্রচার : ভুপেন
Spread the News
error: Content is protected !!