ঘরোয়া পরিবেশে কালীপুজো শহরের ফেচাই মিয়া রোডে

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : প্রায় প্রতিটি পাড়াতেই একটি করে শনিমন্দির এবং কালীমন্দির দেখা যায়। ব্যতিক্রম নয় অম্বিকাপট্টির ফেচাই মিয়া রোডও। এই পথে অধরচাঁদ স্কুল লাগোয়া শনি মন্দিরটিও বেশ পুরনো। এই মন্দিরে রয়েছেন মা কালীও। প্রতি বছরই কালী পুজোয় বেশ জাকঁজমক করেই পুজার আয়োজন হয়। বিশেষত্ব এই কালী পুজো আলাদা করে চাঁদা তোলা হয় না। ভক্তিভরে যে যা পারেন সামর্থ অনুযায়ী মুক্তহস্তে দান করেন। এতেই প্রতি বছর পুজোর আয়োজন সহ পুজো শেষে অন্তত ‘শ দুয়েক মানুষ মহাপ্রসাদ গ্রহণ করেন।

সেরকম কোনও আড়ম্বর হয়তো নেই, কিন্তু রয়েছে একটি ঘরোয়া পরিবেশ। বাজি পটকা পোড়ানো নেই। গুরু গম্ভীর পরিবেশে মায়ের আরাধনা। শিবরাত্রিতেও এই মন্দিরে উপচে পড়ে ভিড়। আর প্রতি শনিবার তো শনির সেবা হয়ই।

ঘরোয়া পরিবেশে কালীপুজো শহরের ফেচাই মিয়া রোডে
ঘরোয়া পরিবেশে কালীপুজো শহরের ফেচাই মিয়া রোডে
Spread the News
error: Content is protected !!