অল অসম মেজর র‍্যাঙ্কিঙের তৃতীয় রাউন্ডে দিবিজা

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : ত্রৈলোক্য নাথ মেমোরিয়াল অল  মেজর র‍্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মেয়েদের অনূর্ধ্ব ১৫ বিভাগের তৃতীয় রাউন্ডে উঠলেন শিলচরের দিবিজা পাল। নগাঁওয়ে আয়োজিত প্রতিযোগিতার দ্বিতীয় দিন সোমবার দ্বিতীয় রাউন্ড ম্যাচে তিনি হারান শিবসাগরের মুবাসিরা এইচ আহমেদকে। ৩-০ সেটে। ধনাক্ষী সাহাও তৃতীয় রাউন্ডে উঠেছেন। তিনি স্ট্রেট সেটে হারান মঙ্গলদৈয়ের জারা রেহমানকে।

অনূর্ধ্ব ১১ বিভাগের প্রথম রাউন্ডে বাই পেয়েছেন দিবিজা ও আরোহী নাথ। ছেলেদের বিভাগে প্রথম রাউন্ডে বাই পান বিপ্রজিৎ পাল এবং এম জেনিথ সিং। ছেলেদের অনূর্ধ্ব ১৫ বিভাগের তৃতীয় রাউন্ডে উঠেছেন শিলচরের জেনিথ, যশরাজ পাল, আয়ুষ বড়ভূইয়া ও বিপ্রজিৎ পাল। অনূর্ধ্ব ১৭ বিভাগের তৃতীয় রাউন্ডে উঠেছেন প্রিয়াংশু পাল, বিপ্রজিৎ দেব, যশরাজ পাল ও আয়ুষ বড়ভূইয়া।

অল অসম মেজর র‍্যাঙ্কিঙের তৃতীয় রাউন্ডে দিবিজা
অল অসম মেজর র‍্যাঙ্কিঙের তৃতীয় রাউন্ডে দিবিজা
Spread the News
error: Content is protected !!