জেমসের জোড়া গোলে চ্যাম্পিয়ন পাথারকান্দি ফিস মার্কেট একাদশ
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : পাথারকান্দি ফিস মার্কেট একাদশের দখলে সুখময়-কৃষ্ণমোহন ফুটবল খেতাব। জেমসের জোড়া গোলে চ্যাম্পিয়ন হল পাথারকান্দি ফিস মার্কেট একাদশ। পাথারকান্দি স্পোর্টস কমিটির আয়োজিত মুণ্ডমালা খেলার মাঠে সোমবার ফাইনাল ম্যাচে তারা ২-০ গোলে পরাজিত করে টিলাবাড়ির ওয়াহিদ জামান ফ্যান্স ক্লাবকে। প্রায় হাজার দশেক ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ ফাইন্যাল ম্যাচের প্রথমার্ধ্বের ৯ মিনিটে ফিস মার্কেটের হয়ে জেমস গোল করে দলকে জয়ের পথে নিয়ে যান। খেলায় সমতা ফেরাতে ঝাঁপিয়ে পড়ে টিলাবাড়ি একাদশ। তাঁরা বেশক’টি সুযোগ পেলেও নিজেদের লক্ষ্যে উপনীত হতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ২ মিনিটে জেমস আরও একটি দুর্দান্ত গোল করে সংখ্যা বাড়িয়ে দেন। বার কয়েক আক্রমণ করলেও বিপক্ষের জাল কাঁপাতে পারেনি টিলাবাড়ি খেলোয়াড়েরা। এদিন সকাল থেকেই ফাইনাল ম্যাচকে ঘিরে ব্যাপক আনন্দ-উচ্ছাস পরিলক্ষিত হয় ফুটবল প্রেমীদের মধ্যে। বিকেল আড়াইটে নাগাদ ব্যান্ড সহযোগে মাঠে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উভয় পক্ষের খেলোয়াড় ও রেফারিদের সঙ্গে পরিচিত হন আমন্ত্রিত অতিথিরা। ম্যাচ শেষে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল দীর্ঘ দেড়মাস ব্যাপী শান্তিপূর্ণ ভাবে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক পাথারকান্দি স্পোর্টস কমিটির কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন।
মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কমলেশ চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ শ্যামাপদ দে, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, সঞ্জীব দেবনাথ, প্রবীণ ফুটবলার আরজ আলি প্রমুখ। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি সুরজিত মালাকার, যীশু দাস, হাসান আহমেদ, অভিজিৎ সিনহা ও আব্দুল আহাদ পাখি। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।