সোনাবাড়িঘাট বাজারে ধুলোর ঝড়, অতিষ্ঠ ব্যবসায়ী সহ আম জনতা

সোনাবাড়িঘাট বাজারে ধুলোর ঝড়, অতিষ্ঠ ব্যবসায়ী সহ আম জনতা

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : ধুলোর ঝড়ে নাকাল সোনাবাড়িঘাট বাজার এলাকার সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা। কয়েক মাস থেকে এমন পরিস্থিতির জন্য অতিষ্ঠ হয়ে উঠছেন। বৃষ্টি হলে কাঁদায় থৈ থৈ আর রোদ হলে ধুলোর ঝড় সইতে হয় দোকানীসহ সাধারণ মানুষের। ফেরিঘাট থেকে আইজল সড়কের সেতু পর্যন্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে।এবং বাজার চত্বরের কিছু অংশে কোন পিচ নেই। ফলে গাড়ির চাকার ঘর্ষণে ধুলোর ঝড় বইতে থাকে। দৃশ্যটি দেখলে মনে হয় কোন এক মরুপথ। এমতাবস্থায় স্থায়ী ব্যবসায়ীরা ধুলোর ঝড়ে নাজেহাল হয়ে পড়েছেন। এমনকি ফুটপাতে অর্থাৎ সড়কের পাশে বসে সবজি বা অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রেতারা বিপাকে পড়েছেন। পসরা সাজিয়ে বসলেও মিনিট দুই একের মধ্যে সব ধুলোময় হয়ে যায়। এছাড়া এই ধুলোর জন্য বহু ক্রেতা বাজার এড়িয়ে যেতে বাধ্য হন।

NEW FASHION

প্রায় চার মাস ধরে এমন পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন। কয়েকদিন আগে ভাঙা সড়কের উপর বালু পাথর ফেলে গর্ত ভরাট করায় ধুলোর ঝড় আরও বেড়ে যায়। যার ফলে এলার্জিজনিত রোগের সংখ্যাও বাড়ছে। এ নিয়ে সম্প্রতি বাজার কমিটি এক সভায় বসে এবং সিদ্ধান্ত নেয় তারা বিষয়টি লিখিতভাবে জেলা আয়ুক্তের নজরে আনবেন। এবং যদি কোন বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করতে নামবেন। 

Author

Spread the News