ইলেক্ট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শিলচরে

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির একটি সভা শিলচরের ট্রাঙ্করোডস্থিত সিটিভিওএ কমপ্লেক্সের দ্বিতলের সভাঘরে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সংগঠনের অন্যতম উপদেষ্টা নির্মলকুমার দাস, চাম্পা লাল দাস ও কিশোর ভট্টাচার্যের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাইন আঞ্চলিক কমিটির সভাপতি সামছুল ইসলাম লস্কর, ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির সহ সভাপতি পরিতোষ ভট্টাচার্য, লক্ষীপুর আঞ্চলিক কমিটির সহসভাপতি আলম হোসেন লস্কর, সংগঠনের সহ সভাপতি ডা এম শান্তি কুমার সিং, দুধপাতিল আঞ্চলিক কমিটির পক্ষে সাজেন লস্কর, সংগঠনের সহসভাপতি কমল চক্রবর্তী, সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জীব রায়, সংগঠনের অন্যতম সদস্য রঞ্জিত চৌধুরী, খাদেজা লস্কর, প্রেমানন্দ দাস প্রমুখ।

সামসুল ইসলাম লস্কর প্রথমেই বলেন, কালাইন এপিডিসিএল কার্যালয়ের অধীন বহু গ্রাহকের বৈদ্যুতিক মিটার বহু বছর ধরে পরিবর্তন না করে এভারেজ বিল সংগ্রহ করা হচ্ছে। যা বিদ্যুৎ আইনের সম্পূর্ণ পরিপন্থী। বর্তমানে যাদের বিদ্যুৎ বিল এভারেজে ১৫০ টাকা থেকে ২০০ টাকা আসত তা হঠাৎই বৃদ্ধি করে ১৫০০/১৭০০ টাকা পাঠানো হচ্ছে এবং বলা হচ্ছে তারা যেন স্মার্ট মিটার বসিয়ে নেয়। তিনি বলেন সম্পূর্ণ চক্রান্ত করে স্মার্ট মিটার বসাতে চাইছে। আলম হোসেন লস্কর বলেন জিরি উপত্যকায় দরিদ্র বিদ্যুৎ গ্রাহকদের এতদিন ধরে লুঠ করা হয়েছে বহু বিদ্যুৎ গ্রাহকদের এভারেজ বিল পাঠিয়ে টাকা লুঠ করা হয়েছে। এখন অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন এর আন্দোলনে গ্রাহকরা সচেতন হচ্ছেন এবং প্রতিরোধ গড়ে তুলছেন।

সঞ্জীব রায় স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে গ্রাহকদের সচেতন করতে গ্রামে গঞ্জে সভার আয়োজন করার প্রস্তাব দেন। সভায় উপস্থিত কাছাড় জেলা কোর্ডিনেশন কমিটির বিভিন্ন আঞ্চলিক কমিটির পদাধিকারীদের অল অসম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের অসম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য জানান যে আগামী ২৮ অক্টোবর গুয়াহাটির জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হবে বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা সহ বিভিন্ন পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বিভিন্ন বিদ্যুৎ গ্রাহক সংগঠনগুলোর যৌথ অভিবর্তন। অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন মুখ্যতঃ এর আয়োজন করছে। স্মার্ট মিটার প্রতিস্থাপন যেহেতু কেন্দ্র সরকারের আরডিএসএস স্কিমে হচ্ছে তাই এর বিরোধিতা চলছে দেশজুড়ে। তিনি সবাইকে অভিবর্তন সফল করতে প্রচার অভিযান জোরদার করতে আবেদন জানান। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্জনকুমার চন্দ, প্রশান্ত ভট্টাচার্য, আজির উদ্দিন, আইনুল হক প্রমুখ।

Author

Spread the News