ইসলামিক সমাজেও শিশু ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ ঘটে কেন এমন প্রশ্নে মেজাজ হারালেন জাকির

ইসলামিক সমাজেও শিশু ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ ঘটে কেন এমন প্রশ্নে মেজাজ হারালেন জাকির

৮ অক্টোবর : ফের বিতর্কে জড়ালেন ইসলামী ধর্মগুরু জাকির নায়েক। বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন জাকির। সেখানেই এক অনুষ্ঠানে হাজির তরুণীর প্রশ্নের মুখে মেজাজ হারান এই বিতর্কিত ধর্মগুরু।ওই তরুণীর প্রশ্ন ছিল, ‘ইসলামিক সমাজেও কেন শিশু ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ ঘটে?’ প্রশ্নের জবাব না দিতে পেরে তরুণীকে চুপ করিয়ে ক্ষমা চাইতেও বলেন তিনি। আর এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এই ধর্মগুরুর বিরুদ্ধে।

প্রসঙ্গত, প্রায় এক মাসের সফরে ইসলামাবাদ গিয়েছেন জাকির। শাহবাজ শরিফের সরকারও সাদরে বরণ করে নিয়েছেন তাঁকে। জাকিরকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। পাকিস্তানে গিয়ে একাধিক অনুষ্ঠান এবং সম্মেলনে যোগ দিতে দেখা যায় তাঁকে। রবিবার সেরকমই একটি সম্মেলনে পাশতুন এক তরুণী তাঁকে প্রশ্ন করেন, “আমি যেখানে বসবাস করি সেখানে সকলেই ধর্মপ্রাণ মুসলিম। তা সত্ত্বেও কেন শিশু ধর্ষণ, পরকীয়া, মাদকাসক্তির মতো ঘটনা ঘটছে? কেন উলেমারা এই বিষয়গুলো দূর করেন না?” এই প্রশ্নেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জাকির। ওই তরুণীকে চুপ করতেও বলেন।

ইসলামিক সমাজেও শিশু ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ ঘটে কেন এমন প্রশ্নে মেজাজ হারালেন জাকির

জাকির বলেন, “কোরান বা অন্য কোনও ইসলামিক ধর্মগ্রন্থে শিশু ধর্ষণের উল্লেখ নেই। একজন মুসলিম কখনই শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ করতে পারে না। এমন অভিযোগ আনার আগে ১০ বার ভাবা উচিত। তুমি একেবারে ভুল বলছ।” এখানেই শেষ নয়। এরপর ওই তরুণীকে ক্ষমাও চাইতে বলেন জাকির। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নিমেষে ভাইরাল হয়ে যায়। জাকিরের এই আচরনের তীব্র নিন্দা করে নেটিজেনদের বক্তব্য ওই তরুণীকে অপমান করেছেন জাকির। যা নিয়ে নেটদুনিয়ায় সমালোচনায় রীতিমত ঝাঁঝরা করা হচ্ছে বিতর্কিত এই ধর্মগুরুকে।

Author

Spread the News