টাইব্রেকারে শেষ আটে পাথারকান্দি ফিস মার্কেট

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জয়ী হল পাথারকান্দি ফিস মার্কেট একাদশ। সোমবার স্থানীয় মুণ্ডমালা খেলার মাঠে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে হারায় নিলামবাজারে এফসিকে। ম্যাচের প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে না পারায় দ্বিতীয়যার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে উভয় দল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ফিস মার্কেট একাদশের হয়ে গোল করেন আইফেজ। দুই মিনিটের মধ্যেই অর্থাৎ ৬০ মিনিটে নিলামবাজার এফসির হয়ে বৈদ গোল করে দলকে সমতা ফেরান। ফলে ম্যাচের অন্তিম মুহূর্তে খেলার ফল গিয়ে দাঁড়ায় ১-১গোলে ড্র থাকে। পরে টাইব্রেকারে পাথারকান্দি ফিস মার্কেট একাদশ ৫-৪ গোলে জয়ী হয়ে শেষ আটে খেলার ছাড়পত্র পেয়ে যায়। ম্যাচে পরিচালনা করেন আব্দুল আহাদ পাখি, আলি আহমদ, জসিম উদ্দিন এবং অমিতাভ সিনহা। মঙ্গলবারের ম্যাচে টিলাবাড়ি এফসি খেলবে সোনাতলা নিউ মার্কেটের বিরুদ্ধে।
