প্রতিদিন এর কনক্লেভ-২ ইউএসটিমের ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রী কনরাডের
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা আজ গুয়াহাটির উপকণ্ঠে মেঘালয়ের রিভই জেলার একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান USTM-এর প্রশংসা করেছেন। সাংমা কনক্লেভ-২ এ যোগদানের সময় মঞ্চ থেকে ইউএসটিএমকে অভিনন্দনও জানান
কয়েকদিন আগে, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং গুয়াহাটির উন্নয়ন মন্ত্রী অশোক সিংহল বর্ষা মৌসুমে গুয়াহাটিতে ভয়াবহ বন্যার জন্য ইউএসটিএমকে দায়ী করেছেন। মেঘালয়ের পাহাড় ধ্বংস করে আসামে জল ছাড়ার অভিযোগও ছিল।
প্রতিদিন মিডিয়া নেটওয়ার্কের পরিচালক ঋষি বরুয়া রিভই জেলার পাহাড়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য ইউএসটিএম-এর যথাযথ অনুমতি আছে কি না জানতে চাইলে চাংমা বলেন, ইউএসটিএম সব অনুমতি নিয়েছে। অনুমতি ছাড়া তারা কিছু করেনি। তারা একটি নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে কাজ করেছে।
তিনি বলেন, USTM মেঘালয়ে উচ্চ শিক্ষার একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং উচ্চ মানের প্রতিষ্ঠান। আমি পুরো টিমকে তাদের ভালো কাজের জন্য অভিনন্দন জানাই।
বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে তিনি বলেন, ‘এ ধরনের অনেক বিতর্ক ও আলোচনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনও কার্যক্রম যদি সত্যিই ক্ষতির কারণ হয়ে থাকে, তা নিয়ে আলোচনার অবকাশ আছে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব।