‘মার্থা- ফেরেল’ পুরস্কারে সম্মানিত তানিয়া লস্করকে সংবর্ধনা জাকালকা’র
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার পক্ষে লড়াই চালিয়ে যাওয়ায় নয়া দিল্লির ইউনেস্কো কার্যালয় প্রাঙ্গণে সম্প্রতি সর্বভারতীয় ঐতিহ্যবাহী ‘মার্থা- ফেরেল’ পুরস্কারে সম্মানিত করা হয় উদাহরণবন্দের প্রত্যন্ত গ্রাম দয়াপুরের আইনজীবী তানিয়া সুলতানা লস্করকে। শনিবার তাঁর এই পুরস্কার প্রাপ্তি উপলক্ষে সম্মননা প্রদান করে জয়েন্ট অ্যাকশন কমিটি অ্যাগেইনস্ট ল্যাঙ্গুয়েজস্টিক অ্যান্ড কালচারাল অ্যাগ্রেশন সংক্ষেপে ‘জাকালকা’। শিলচরের সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাঘরে জাকালকার সভাপতি নির্মলকুমার দাস এবং সেক্রেটারি জেনারেল ডাঃ এম শান্তি কুমার সিং এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ‘নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য রোধ’ বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা শুরুর পূর্বে জাকালকার অন্যতম সদস্য নেহারুল আহমেদ মজুমদার তানিয়া সুলতানা লস্করের কাজের বিবরণ তুলে ধরেন। এরপর তাঁর হাতে জাকালকার পক্ষ থেকে বিশেষ সন্মাননা তুলে দেওয়া হয়। পরবর্তীতে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এর জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি, বিশিষ্ট লেখিকা জয়শ্রী ভূষণ, নারী মুক্তি সংস্থার স্নিগ্ধা নাথ, মৈরা পাইবি সংস্থার সম্পাদক প্রভা রাণী শর্মা, বিশিষ্ট লেখিকা স্বপ্না ভট্টাচার্য, ওলিবা মজুমদার, জাহানারা মজুমদার, ফারুক হোসেন বড়ভূঁইয়া, বিশ্বজিৎ দাস প্রমুখ। সভায় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য উপস্থিত ছিলেন এবং তিনিও এব্যাপারে তাঁর মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। সম্মাননা প্রদান উপলক্ষে যে অভিনন্দন পত্র তানিয়া সুলতানা লস্করের হাতে তুলে দেওয়া হয় তা পাঠ করেন দীপালী মজুমদার। সম্পূর্ণ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিশিষ্ট লেখিকা আদিমা মজুমদার।