নজরুল ইসলামের ১২৫ তম জন্মবর্ষ উদযাপন সমিতির অনুষ্ঠান সোনাই কলেজে

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : সোনাই মাধব চন্দ্র কলেজে নজরুল ইসলামের ১২৫ তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। বৃহস্পতিবার  নজরুল ইসলাম-এর ১২৫ তম জন্মবর্ষ উদযাপন সমিতি, কাছাড় এর উদ্যোগে, মাধব চন্দ্র দাস, সোনাই এর ব্যবস্থাপনায় এবং সেই কলেজের আইকিউএসি এর সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। কলেজের অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর সভাপতিত্বে ও কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিনের সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানের শুরুতে প্রারম্ভিক বক্তব্য রাখেন সমিতির প্রচার সচিব মিলন উদ্দিন লস্কর,  বাচিক শিল্পী শান্তনু সেনগুপ্ত পরিবেশন করেন নজরুল ইসলাম রচিত ‘যদি আর বাঁশি না বাজে’, সমিতির অন্যতম উপদেষ্টা সুব্রত চন্দ্র নাথ নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার শতবর্ষে প্রকাশিত কলকাতা থেকে প্রকাশিত পথিকৃৎ পত্রিকার একটি প্রবন্ধ পাঠ করে শোনান।

সোনাই শিক্ষাধিকারিক নন্দিনী মুখার্জি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সঙ্গীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ নজরুল ইসলামের বিরল কিছু ছবি ও উদ্ধৃতির প্রদর্শনীর উদ্বোধন করেন আলোচনা সভার মুখ্য আলোচক আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ডা তপোধীর ভট্টাচার্য। প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির সভাপতি শিহাব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নকুল রঞ্জন পাল, সহ সম্পাদক হিল্লোল ভট্টাচার্য এবং কার্যকরী সমিতির অন্যতম সদস্যা আদিমা মজুমদার উপস্থিত ছিলেন। সমিতির অন্যতম উপদেষ্টা অধ্যাপক অজয় রায় ও অন্যতম সহ সম্পাদক মাশহুরুল বারি এই প্রদর্শনীর জন্য নজরুল ইসলামের বিরল ছবি সংগ্রহ করেন। নজরুল ইসলামের উপন্যাসের উপর আসাম বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জনকারী একমাত্র গবেষক বর্তমানে কালাইন এর এস আর কলেজের অধ্যাপক রামেন্দ্র দাস তার গবেষণার বিষয় কালের দর্পণে নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন।

নজরুল ইসলামের ১২৫ তম জন্মবর্ষ উদযাপন সমিতির অনুষ্ঠান সোনাই কলেজে

আলোচনা সভার মুখ্য আলোচক ডা তপোধীর ভট্টাচার্য অত্যন্ত প্রাঞ্জল ভাষায় নজরুলের সাহিত্য ও সমাজ ভাবনা বিষয়ক বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন নজরুল সময়ের সৃষ্টি। নজরুল মেলাতে চেয়েছেন, বিভাজন চাননি। নজরুল তাঁর লেখনীতে বিশ্বের বিভিন্ন দেশের ভাষা ও সংগ্রামকেও অন্তর্ভুক্ত করেছেন, তিনি ছিলেন বিশ্বপথিক। আজকের অনুষ্ঠানে কলেজ ও পার্শ্ববর্তী কিছু স্কুলের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

নজরুল ইসলামের ১২৫ তম জন্মবর্ষ উদযাপন সমিতির অনুষ্ঠান সোনাই কলেজে

Author

Spread the News