আধার কার্ড থাকা নয় বাংলাদেশি সহ ১৪ আটক
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : দক্ষিণ শালমারা এবং করিমগঞ্জ দুটো অভিযানে ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ এবং এদের মধ্যে ৯ জনের কাছে আধার কার্ড ছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এদের আটক করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বাহিনী মঙ্গলবার রাতে দক্ষিণ শালমারা এবং করিমগঞ্জ জেলায় পরপর দুটো অভিযান চালায় এবং এতে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় ১৪ জন বাংলাদেশিকে আটক করা হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে এদের মধ্যে ৯ জনের কাছে আধার কার্ড ছিল অর্থাৎ তারা এই কার্ড দেখিয়ে ভারতে থেকে যেতে পারতো। তবে আমাদের গোয়েন্দারা বিষয়টি ফাঁস করেছেন এবং এই অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে।’
মুখ্যমন্ত্রী জানান, আটক হওয়া ১৪ জনের নাম হচ্ছে মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মনির হোসেন, মোফাজ্জল হোসেন, আবায়দুল্লাহ হোসেন, আশরাফুল ইসলাম, মানিক মিয়া, নবী হুসেন, ওয়ালিউল উল্লাহ, হযরত আলি, শফিকুল ইসলাম, ফুরকন আলি, মমিনুল হক এবং মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাওয়ার পর থেকে ত্রিপুরা হয়ে অনেকেই ভারতে প্রবেশ করেছে।
গত দুই মাসে অসমে ১০৮ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের ফেরত পাঠানো হয়েছে।’