শিলচরে হিউম্যানিটি ফাউন্ডেশনের আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে ১ অক্টোবর  আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করল উপত্যকার অগ্রণী সামাজিক সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশন। এই দিবস উদযাপন উপলক্ষে  মঙ্গলবার শিলচরের একটি বিবাহ ভবনে ফাউন্ডেশনের সভাপতি শিহাবুদ্দিন আহমদের পৌরোহিত্যে পঞ্চাশের অধিক  প্রবীণ ব্যক্তির স্বাস্থ্য   পরীক্ষা,স্বাস্থ্য  সচেতনতা নিয়ে আলোচনা, মতবিনিময় ও আড্ডার আয়োজন করা হয়।

কেক কেটে আনুষ্ঠানিক অনুষ্ঠানের সূচনার পর প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য  সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু পরামর্শ দেন কাছাড় ক্যান্সার হাসপাতালের  ডিরেক্টর পদ্মশ্রী  ডাঃ রবি কান্নান। ডাঃ কান্নান প্রবীণদের উদ্দেশে বলেন,এই বয়সে সুস্থ থাকতে হলে নিয়মিত   শারীরিক ব্যায়াম, মদ্যপান এবং ধূমপান থেকে একেবারে বিরত থাকতে হবে এবং খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর একে একে উপস্থিত প্রবীণ ব্যক্তিরা নিজনিজ জীবনের অভিজ্ঞতার আলোকে স্মরণীয় কিছু  ঘটনার উল্লেখ করে সুস্থ সমাজ গঠনের ব্যাপারে কিছু পরামর্শ  তুলে ধরেন।এতে অংশ নেন প্রাক্তন অধ্যক্ষ ও ইতিহাসবিদ আবিদ রাজা মজুমদার,লেখক ভাষা গবেষক আইনজীবি  ইমাদ উদ্দিন বুলবুল, আইনজীবি শওকত সুলতানা মজুমদার, প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান মাঝারভুইয়া, অবসরপ্রাপ্ত আমলা লুৎফুর রহমান লস্কর,হেসেন আহমদ লস্কর, শিক্ষাবিদ মকব্বীর আলি বড়ভুইয়া, আইনুল হক মজুমদার,সঞ্জীব দেবলস্কর,শিশু চিকিৎসক ডা: মোহাম্মদ মাসুম,এ কে সালে উদ্দিন লস্কর,এ কে তাপাদার প্রমুখ।

শিলচরে হিউম্যানিটি ফাউন্ডেশনের আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

এই অনুষ্ঠানে নবীন প্রজন্মের কয়েকজন সক্রিয় সমাজকর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়। এরা হলেন তরুণ আইনজীবী আলি রেজা ওসমানি, হিল্লোল ভট্টাচার্য, আব্দুস সালাম হাজারি, সজল লস্কর, মাশহুরুল বারী, আলহাজ আলতাফ হোসেন ও রশিদ আহমদ চৌধুরী। এদের সামাজিক কাজকর্মের স্বীকৃতি জানাতে উত্তরীয়, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। সভার শুরুতে সভাপতি শিহাবুদ্দিন আহমদ  বলেন, এবার এই দিবস বড় আকারে পালন করার উদ্দেশ্য হল প্রবীণ নাগরিকরা দেশ ও সমাজের জন্য যেসকল কাজকর্ম  করেছেন তার মূল্যায়ন এবং এই দিবসে প্রবীণদের স্বাস্থ্য  সম্পর্কে  সচেতন করে তোলা।এই অনুষ্ঠানে যাদের আমন্ত্রণ করে আনা হয়েছে তাঁদের সমাজে অনেক অবদান রয়েছে। কিন্তু বার্ধক্যজনিত কারণে অনেকেই এখন বাড়ি থেকে বিশেষ কারণ ছাড়া বের হন না। সম বয়সীদের সাথে দেখা সাক্ষাৎও হয়না।হিউম্যানিটি ফাউন্ডেশন একদিনের জন্য অন্ততপক্ষে একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ ও কুশল বিনিময়ের সুযোগ করে দিতে পেরে ফাউন্ডেশন খুশি।

শিলচরে হিউম্যানিটি ফাউন্ডেশনের আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

এই ব্যতিক্রমী প্রবীণ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার পঞ্চাশের অধিক প্রবীণ। উল্লেখযোগ্যরা হলেন দৈনিক সাময়িক প্রসঙ্গ সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, অবসরপ্রাপ্ত  বিচারপতি আনোয়ার উদ্দিন বড়লস্কর, সুব্রত নাথ, ইমরান হোসেন বড়লস্কর, মস্তোফা হোসেন লস্কর, সীমান্ত ভট্টাচার্য, এনআর পাল, রফিক উদ্দিন বড়লস্কর, নির্মল কুমার দাস, মজনুল হক মজুমদার, এনামুল হক চৌধুরী, আব্দুল রৌফ চৌধুরী, আলিম উদ্দিন মজুমদার, এ কে নুরল হক মজুমদার, কল্যাণ চক্রবর্তী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন অনুষ্ঠানের সংযোজক মিলন উদ্দিন লস্কর। সবশেষে প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Author

Spread the News