আন্তর্জাতিক বধির গণ সপ্তাহ ও ইঙ্গিত ভাষা দিবস উপলক্ষে আলোচনা মেডিক্যালে

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বধির গণ সপ্তাহ ও আন্তর্জাতিক ইঙ্গিত ভাষা দিবস উপলক্ষে কান পরীক্ষা এক সচেতনতা সভার আয়োজন করে কাছাড় জেলার রাষ্ট্রীয় বধিরতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যসূচি (এনপিপিসিডি)। রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কার্যসূচী (আরবিএসকে)-এর সহযোগিতায় শিলচর নগর শিক্ষা খন্ড অধীনস্থ অম্বিকাপুরস্থ সুরেশ গোয়ালা নিম্ন প্রাথমিক স্কুলে এই বিশেষ ননাক কান ও গলা (ইএনটি) বিভাগ। শনিবার বিভাগীয় ওপিডি কক্ষে কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্তের সভাপতিত্বে এনিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় কম্যুনিটি মেডিসিন প্রধান ডাঃ অজিত দে ও বিভাগী প্রধান, অধ্যাপক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ করে বধিরতা প্রতিরোধ বিষয়ে আলোকপাত করা হয়। জন্মগত বধিরতা মানে কানে ক্রুটি থাকা অথবা কানের অযত্নের বিষয়টি উল্লেখযোগ্য। আনুষাঙ্গিক অন্যান্য কারণেও বধিরতা থাকার সম্ভাবনার বিষয়ে আলোকপাত করা হয়। আর বধিরতায় আক্রান্ত মানুষদের সঙ্গে সম্পর্কযুক্ত ভাষা যেহেতু ইঙ্গিতভাষ্য অতোএব আন্তর্জাতিক ইঙ্গিত ভাষা দিবসটিও একি সঙ্গে পালনের জন্য রাষ্ট্র সংঘ দিনটি পালনের ঘোষণা করে। যাতে বধির মানুষের কল্যাণে, তাদের ভাষার কল্যাণে একই সঙ্গে দুনিয়াজুড়ে কাজ সম্ভব হয়। একজন মানুষ যখন কানে শুনবে না, সে কথাও শিখতে পারবে না। শোনা থেকেই শিশু বেলায় শিশু কথা শেখে। কানে না শোনা শিশু কথা বলার সময়ে ঠোঁট বা দেহের অন্যান্য অঙ্গভঙ্গি দেখেই ইঙ্গিত ভাষা শেখে। কাজেই অভিভাবকরা যাতে ছোটবেলায় এই রোগ শনাক্ত করেন এবং বিহিত ব্যবস্থা নিতে পারেন তার উপরে আলোকপাত করে অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত সহ বিভাগীয় প্রধান ডাঃ স্মৃতি রূপা বরাদত্ত সহ অন্যান্যরা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ অভিনন্দন ভট্টাচার্য, ডাঃ পামেলা চৌধুরী, অডিওলোজিস্ট লক্ষীনন্দন বরা প্রমুখ। অনুষ্ঠানে বধিরতা প্রতিরোধ, কানের যত্ন ইত্যাদি বিষয়ের প্রচারপত্র বিলি করা হয়।

আন্তর্জাতিক বধির গণ সপ্তাহ ও ইঙ্গিত ভাষা দিবস উপলক্ষে আলোচনা মেডিক্যালে
আন্তর্জাতিক বধির গণ সপ্তাহ ও ইঙ্গিত ভাষা দিবস উপলক্ষে আলোচনা মেডিক্যালে

Author

Spread the News