পাথারকান্দিতে পিউ-আজাদের জোড়া গোলে জয়ী বাজারঘাট

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে উঠল বাজারঘাট ফিস মার্কেট একাদশ। রবিবার প্রথম রাউন্ডের শেষ তথা অন্তিম ম্যাচে স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ৪-০ গোলে হারায়। স্থানীয় মুণ্ডমালা খেলার মাঠে আজকের বৃষ্টি বিঘ্নিত ম্যাচের ১৩ ও ৩০ মিনিটে দু’টি গোল করেন পিউ। এর আগে ২০ মিনিটে আজাদ ইকবাল স্পোর্টস  অ্যাসোসিয়েশনের জাল কাঁপান। এতে ঝেলার প্রথমার্ধ্বে ৩-০ গোলে এগিয়ে যায় বাজারঘাট। দ্বিতীয়যার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩৮ মিনিটে আরও একটি গোল করেন আজাদ ইকবাল। লড়াই করলেও গোলের খাতা খুলতে পারেনি স্পোর্টস  অ্যাসোসিয়েশন। অবশেষে ৪-০ হেরে টুর্নামেন্ট থেকেবিদায় নেয়। ম্যাচ পরিচালনা করেন সুমন পুরকায়স্থ, আব্দুল আহাদ পাখি, আলি আহমেদ ও অমিতাভ সিনহা।

এদিকে সোমাবার থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুদেষ্ণা ওয়েলফেয়ার ও তরুণ সংঘের বিরুদ্ধে। দ্বিতীয় রাউন্ডের খেলার ছাড়পত্র পাওয়া দলগুলো হল ঝেরঝেরি এফসি, দুর্লভছড়া জিও, নালিবাড়ি একাদশ, কচুবাড়ি একাদশ, মাগুরা রেভন ক্লাব, কাবাড়িবন্দ একাদশ, উনামগাঁও বয়েজ ক্লাব, বাড়ুয়াইল রয়েল চ্যালেঞ্জ, বিনোদিনী একাদশ, টিলাবাড়ি, নিলামবাজার, বাজারঘাট ফিস মার্কেট, সোনাতলা নিউ মার্কেট একাদশ ও ত্রিপুরার রাইনো ক্লাব।

পাথারকান্দিতে পিউ-আজাদের জোড়া গোলে জয়ী বাজারঘাট
পাথারকান্দিতে পিউ-আজাদের জোড়া গোলে জয়ী বাজারঘাট

Author

Spread the News