ক্লেভারহাউস ফুটবল আসর শুরু, উদ্বোধনী ম্যাচে জয়ী কাশীপুর
ফুটবলকে বাঁচিয়ে রেখেছে গ্রাম কাছাড় : সীতাংশু দাস
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : বৃহস্পতিবার থেকে শুরু হলো ক্লেভারহাউস পানিভরা নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ । স্থানীয় পানিভরা (ক্লেভারহাউস) এলপি স্কুলের খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী ম্যাচে এদিন ভুবনডহর টি ই দলকে ৪-১ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলো কাশীপুর নাইন স্টার ক্লাব।
এদিন খেলার শুরুতে দু’দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন মুখ্য অতিথি ধলাইর বেসরকারী সামাজিক সংগঠন মাতৃভূমি-র কর্ণধার সীতাংশু দাস। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি চাতলা মণ্ডল সভাপতি প্রদীপ দাস, আয়োজক কমিটির সভাপতি নাগেশ্বর কেঁওট, সম্পাদক সুমন কুর্মী, বিজেপি নেতা লালবাহাদুর কুর্মী, ক্লেভারহাউস গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি কমল প্রসাদ কেঁওট, মাতৃভূমি সামাজিক সংস্থার কোষাধ্যক্ষ বাপ্পা পাল, সমাজকর্মী উত্তম আচার্য, শিউধন কুর্মী, মুক্তালাল ভট্টাচার্য, গোপাল ভট্টাচার্য, মেওয়ালাল কাহার, আলকাছ উদ্দিন, সুজিত কুর্মী, বলরাম কুর্মী প্রমুখ ।
খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে কাশীপুর নাইন স্টার ক্লাব। খেলার ৭ মিনিটে করন দুষাদ ও ১৭ মিনিটে সুমন লোহার কাশীপুর দলের হয়ে গোল করেন। অপরদিকে ভূবনডহর টি.ই দলের হয়ে খেলার প্রথমার্ধের ৮ মিনিটে গোল করেন মঙ্গাই রিকিয়াসন। প্রথমার্ধের লিড নিয়ে উজ্জীবিত কাশীপুর দল দ্বিতীয়ার্ধের খেলায় আরও দুটি গোল করে। খেলার ৩২ ও ৩৬ মিনিটে দুটি গোলই করেন সুমন লোহার। প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে উদ্বোধনী খেলায় হ্যাট্রিক করতে সক্ষম হন সুমন। অপরদিকে ভূবনডহর টি.ই দ্বিতীয়ার্ধে কোন গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ৪-১ গোলে বিজয়ী হয়ে প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে অনায়াসে পৌঁছে যায় কাশীপুর নাইন স্টার ক্লাব।
এদিনের খেলা পরিচালনা করেন নির্মল সিং, রাজকুমার ভর ও অজি উদ্দিন। এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কাশীপুর নাইন স্টার ক্লাবের খেলোয়াড় সুমন। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন মাতৃভূমি-র কর্ণধার সীতাংশু দাস। পরে তিনি তার বক্তব্যে বলেন ফুটবলকে বাঁচিয়ে রেখেছেন গ্রাম কাছাড়ের মানুষ। গ্রামের মানুষের মধ্যে ফুটবলকে নিয়ে উৎসাহ, উদ্দীপণা, ফুটবলের প্রতি তাদের ভালোবাসার জন্য অন্যান্য খেলার তুলনায় ফুটবল অধিক জনপ্রিয়তা লাভ করেছে। সীতাংশু বাবু বলেন গ্রাম থেকেই প্রতিভাবান ফুটবলাররা বেরিয়ে আসবে। তিনি এধরণের টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
এদিন আয়োজক কমিটির হাতে দু’টি ফুটবল তুলে দেন সীতাংশু। শুক্রবার বড়খলা এফসি ও খুলিছড়া এফসি পরষ্পরের মোকাবিলা করবে বলে এক প্রেস বার্তায় জানিয়েছেন আয়োজক কমিটির সম্পাদক সুমন কুর্মী।