বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্পোর্টস মিট অনুষ্ঠান রবিবার
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : পাথারকান্দি- রামকৃষ্ণনগরে এক সঙ্গে শুরু হল বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্পোর্টস মিট। মূলত বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের উঠতি যুবাদের ক্রীড়াঙ্গনে আকৃষ্ট করার লক্ষ্যে গত ১৮ সেপ্টেম্বরে থেকে একযোগে জেলার রামকৃষ্ণনগর ও পাথারকান্দি কেন্দ্রে শুরু হচ্ছে পাঁচ দিবসীয় স্পোর্টস মিট। রামকৃষ্ণনগর চামটিলা খেলার মাঠ ও পাথারকান্দির কাটাবাড়ি খেলার মাঠে অনুষ্টিত হচ্ছে এই স্পোর্টস মিট। উভয় কেন্দ্রে মিলিয়ে ২২ সেপ্টেম্বর রবিবার ২ টায় কাটাবাড়ি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরি স্পোর্টস মিটের সমাপনী অনুষ্ঠান হবে। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভলপমেন্ট কাউন্সিলের স্পোর্টস ইভেন্টের সাব কমিটির পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় কাটাবাড়ি ইউনাইটেড ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই কথাগুলো জানান আয়োজক মণ্ডলীরা।
খেলাধুলার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, অ্যাটলেটিকস ও হাহাডুডু। বরাক উপত্যকার বিভিন্ন এলাকা থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের প্রতিভাবান খেলোয়াড়রা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। তারা আরও জানান, যুব সমাজকে সুস্থ সবল রাখা এবং নেশামুক্ত সমাজ সংগঠনের ক্ষেত্রে তাদের এই বিশেষ প্রয়াস। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মনিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপার্সন রীতা সিনহা, স্পোর্টস ইভেন্টের সাব কমিটির সভাপতি বৃন্দাবন সিনহা, সাধারণ সম্পাদক নীলমণি সিনহা, তরুন কুমার সিনহা, বর্ণালী সিনহা মধু সিনহা, লক্ষীন্দ্র সিনহা, প্রকাশ সিনহা, সেবক সিনহা প্রমুখ।