শিলচরে দিল্লির প্রাক্তন বিধায়ক তণবিন্দরের কুশপুতুল পুড়ালো কংগ্রেস
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে ঘিরে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করার পাশাপাশি তাঁকে হুমকি দেওয়ার বিরুদ্ধে বুধবার দিল্লির প্রাক্তন বিধায়ক তণবিন্দর সিং মাড়োয়ার কুশপুতুল জ্বালিয়ে শিলচরে প্রতিবাদ জানালো কংগ্রেস। এদিন দলীয় কার্যালয় থেকে পতাকা হাতে নিয়ে মিছিলের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে স্থানীয় পিডব্লুডি রোড পয়েন্টে পৌঁছে তণবিন্দর সিং মাড়োয়ার কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
বিক্ষোভ চলাকালীন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঘিরে তনবিন্দর সিং মাড়োয়া যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য সহ বিভিন্ন হুমকি দিয়েছেন সেটা দেশের নাগরিক সহ দলের কর্মকর্তাদের মনে আঘাত সৃষ্টি করেছে। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে তিনি আরও জানান, দেশের সেবামূলক কাজের জন্য গান্ধী পরিবারের আত্মবলিদানের বিভিন্ন ইতিহাস রয়েছে। এই অবস্থায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সহ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জড়িয়ে তণবিন্দর সিং মাড়োয়া যেভাবে মন্তব্য করেছেন তাতে দল চুপ করে বসে থাকবে না। বিষয়টি নিয়ে গোটা অসম সহ দেশের বিভিন্ন প্রান্তে কুশপুতুল দাহের পাশাপাশি কংগ্রেসের শীর্ষ নেতারা আইনের দ্বারস্থ হয়েছেন। আগামীতে কেউ কংগ্রেস নেতৃত্বকে নিয়ে এভাবে কুরুচিকর মন্তব্য করলে দল জোরদার প্রতিবাদ গড়ে তোলার পাশাপাশি গান্ধী পরিবারের আত্মবলিদান, আদর্শ ও নীতিকে পাথেয় করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন অভিজিৎ পাল। বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আনছার হুসেন বড়লস্কর সহ অনেকে।