সোনাই পুরসভার সদস্য হিসেবে শপথ পরিমলের
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : সোনাই পুরসভার সদস্য হিসেবে শপথ নিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বুধবার সোনাই পুরসভা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শপথ নেন সাংসদ। তিনি পদাধিকার বলে সোনাই পুরসভার নতুন সদস্য। সাংসদকে শপথবাক্য পাঠ করান কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজেপি জেলা সভাপতি সহ পুরসভার কার্যনির্বাহক অমৃত হাংলে, চেয়ারম্যান শিলুরানি দাস, ভাইস চেয়ারম্যান সাহারুল আলম, ওয়ার্ড কমিশনার মিনাক্ষী নাথ, এস এম দিলোয়ার জাহান লস্কর, আনসারুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রামকৃষ্ণ নাথ।

