ধামাইলকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র লোকমঞ্চের

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : লোক সংস্কৃতির অঙ্গ ধামাইলকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবিতে পুনরায় সরব হলো সম্মিলিত লোকমঞ্চ শিলচর। ২৬ মে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসাবে স্বীকৃতির দাবিতে মঙ্গলবার কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেনের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মার নিকট একটি স্মারকপত্র প্রদান করে সম্মিলিত লোকমঞ্চ। 

উল্লেখ্য, গত ২৬ মে শিলচরের ইলোরা হ্যারিটেজে বিভিন্ন সাংস্কৃতিক মনস্ক মানুষের উপস্থিতিতে ধামাইলের প্রাণপুরুষ রাধারমণ দত্তের জন্মদিবসে শিলচরের লোকসংস্কৃতির পৃষ্টপোষক সম্মিলিত লোকমঞ্চ ধামাইল নৃত্যের উপর একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে ধামাইল গানের স্রষ্টা রাধারমণ দত্তের জন্মদিবস ২৬শে মে তারিখটিকে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসাবে স্বীকৃতি আদায়ের উদ্দেশ্যে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সংস্থার সকল সদস্য ও সংস্কৃতিপ্রমী মানুষের স্বাক্ষরিত একটি স্মারকপত্র রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই স্মারকপত্রটি মঙ্গলবার সম্মিলিত লোকমঞ্চের সদস্য/ সদস্যা দ্বারা অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন মারফতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মার উদ্দেশে প্রেরণ করা হয়।

এদিন স্মারকপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, উপ-সভাপতি গৌতম সিনহা, সহ সম্পাদিকা অঙ্কিতা ভট্টাচার্য, বরিষ্ঠ সদস্য দীপক নাথ, কিশোর দত্ত চৌধুরী, স্মৃতি দাস, দীপা দাস প্রমুখ। এক প্রেস বিবৃতিতে সম্মিলিত লোকমঞ্চের প্রচার সম্পাদক কমলেশ দাশ এ খবর জানিয়েছেন। 

ধামাইলকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র লোকমঞ্চের
ধামাইলকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র লোকমঞ্চের

Author

Spread the News