হাইলাকান্দি শহরের ই-রিকশা চলাচলে নিয়ম-শৃঙ্খলা বেধে দেওয়ার নির্দেশ

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : হাইলাকান্দি শহরে চলাচলকারী ই-রিকশা গুলিকে একটি নিয়ম-শৃঙ্খলার গণ্ডিতে বেধে দিতে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাইলাকান্দিতে মঙ্গলবার অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সেপ্টেম্বর মাসের বৈঠকে পৌরহিত্য করে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে জেলা পরিবহন আধিকারিককে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় জেলার সরকারি ভবনগুলিতে সৌর বিদ্যুৎ সংযোগ দেবার ব্যবস্থা করতে পূর্ত ভবন বিভাগকে সভায় বলা হয়। পাশাপাশি জেলার সরকারি কর্মচারী এবং জনসাধারণকে এই বিদ্যুৎ সংযোগ নিতে আবেদন জানানো হয় সভায়।

এপিডিসিএল থেকে জানানো হয় যে এই সংযোগের জন্য ভর্তুকির অর্থ ৩০ দিনের মধ্যে সরকার থেকে প্রদান করা হয়ে থাকে। স্কিল ডেভেলপমেন্ট বিভাগ থেকে জানানো হয় যে বর্তমানে ২৬০ চাকরিপ্রার্থীকে মাল্টি স্কিল ইলেকট্রনিক টেকনিশিয়ান, সোলার প্যানেল ইনস্টলেশন টেকনিশিয়ান ভার্মি কম্পোস্ট প্রসেসর এবং ছাগল পালনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুরূপভাবে গত বছর ৩৪০ জনকে প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেশন মাল্টি স্কিল টেকনিশিয়ান, সলার প্যানেল ইনস্টলেশন, ফাইবার অপটিক্যাল অপারেটর ইত্যাদি ক্ষেত্রে ট্রেনিং দিয়ে এনগেজমেন্ট দেওয়া হয়। শিক্ষা বিভাগ থেকে সভায় জানানো হয় যে নিযুত ময়না প্রকল্পে ২৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৪৫৯ জন ছাত্রী আবেদন করেছেন। ক্রীড়া বিভাগ থেকে জানানো হয় যে নভেম্বর মাসে খেল মহারণ আয়োজন করা হবে। সেচ বিভাগকে জল সংরক্ষণ প্ল্যান তৈরি করতে বলা হয় সভায়।

হাইলাকান্দি শহরের ই-রিকশা চলাচলে নিয়ম-শৃঙ্খলা বেধে দেওয়ার নির্দেশ
হাইলাকান্দি শহরের ই-রিকশা চলাচলে নিয়ম-শৃঙ্খলা বেধে দেওয়ার নির্দেশ

Author

Spread the News