বর্তমান পরিস্থিতি নিয়ে অসম পুলিশের উপ সঞ্চালকের সাক্ষাৎ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : অসমের বর্তমান পরিস্থিতি ও শান্তি, সম্প্রীতি এবং সুরক্ষার দাবি নিয়ে অসম পুলিশের উপ সঞ্চালক হিরেনচন্দ্র নাথের সঙ্গে সাক্ষাৎ করেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের এক প্রতিনিধি দল। শনিবার সন্ধ্যায় গুয়াহাটির কার্যালয়ে মঞ্চের অসম প্রদেশ কমিটির উপ সভাপতি মওলানা এমএম হানিফ লস্কর, করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি বুরহান উদ্দিন ও উপ সভাপতি সাহাব উদ্দিন আহমেদ উপ সঞ্চালকের সাক্ষাৎ করে এক লিখিত  পত্র তুলে দেন। সাক্ষাৎকারে এমএম হানিফ লস্কর বর্তমান রাজ্যের পরিস্থিতির কথা তুলে ধরে পুলিশ প্রশাসনকে সোচ্চার হতে দাবি রাখেন। তাছাড়া মাদক পাচারের কথা উল্লেখ করে পুলিশকে আরও সক্রিয় হওয়ার দাবি জানান। বিশেষ করে বরাক উপত্যকার জেলা গুলোর সঙ্গে বহিঃরাজ্য যথাক্রমে মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা সীমান্ত এলাকা গুলোতে আরও কড়া পদক্ষেপ করার আহ্বান রাখেন।

রজ্যের উপ সঞ্চালক এহেন আলোচনা ও দাবিতে অত্যন্ত খুশি হয়ে অসম পুলিশের পিস ইনিশিয়েটিভ ইন অসম সম্পর্কে এম এম হানিফ লস্করের সঙ্গে আলোচনা করে একটি পুস্তক হাতে তুলে দিয়ে এহেন কাজে সক্রিয় ভাবে সহযোগিতা করতে তার সংগঠন গুলিকে এগিয়ে আসতে আহ্বান জানান।

এ দিকে, সাংবাদিকদের জানান, অসম তথা উত্তরপূর্বাঞ্চলের শান্তি, সম্প্রীতি ও সুরক্ষার স্বার্থে কাজ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। এই হিসাবে সঞ্চালকের সঙ্গে সাক্ষাৎ করে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। তিনি শান্তি সম্প্রীতি রক্ষার জন্য এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাই এগিয়ে আসতে অনুরোধ রাখেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে অসম পুলিশের উপ সঞ্চালকের সাক্ষাৎ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের
বর্তমান পরিস্থিতি নিয়ে অসম পুলিশের উপ সঞ্চালকের সাক্ষাৎ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের

Author

Spread the News