নেপালে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

২৪ আগস্ট : নেপালে বাস দুর্ঘটনায় (Nepal bus accident) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১। মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই বাসে অধিকাংশ যাত্রীই ছিলেন মহারাষ্ট্রের (Maharashtra)। তাঁদের দেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় বায়ুসেনা দেহগুলি কপ্টারে আনার ব্যবস্থা করছে।

শুক্রবার নেপালে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস। বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন। পোখরা থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল বাসটি। তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে আচমকা বাসটি উলটে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসের ভারতীয় যাত্রীরা নেপালে ঘুরতে গিয়েছিলেন। পোখরা শহরের একটি রিসর্টে ছিলেন তাঁরা। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ছিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নম্বরপ্লেট। কাঠমাণ্ডু যাওয়ার পথে ঘটে দুর্ঘটনা। কীভাবে বাসটি রাস্তা থেকে নদীতে পড়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। নেপাল প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। খরস্রোতা নদীতে বাসটিকে পড়ে থাকতে দেখা গিয়েছে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু যাত্রীদের অনেককেই বাঁচানো যায়নি। খবর : উত্তরবঙ্গ সংবাদ।

নেপালে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১
নেপালে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

Author

Spread the News