রবিবার এক হাজার বৃক্ষ রোপনের পরিকল্পনা দীপায়নের, সভা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : সমগ্ৰ অসমের সঙ্গে সঙ্গতি রেখে ড. হিমন্ত বিশ্ব শর্মা সরকারের অমৃতবৃক্ষ আন্দোলনের অঙ্গ হিসেবে আগামী ১১ আগস্ট একদিনে এক হাজার গাছ রোপনের পরিকল্পনা নিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিলচর গুরুচরণ কলেজে বিভিন্ন স্কুল-কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য-সদস্যাদের নিয়ে এক আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন জিসি কলেজের অধ্যক্ষ বিভাস দেব, শিলচর বিডিও প্রবীণ মহাত্ত, জিসি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক অপ্রতিম নাথ, অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ অসম প্রান্তের প্রমুখ শান্তনু নায়েক, বিজেপির কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক) চক্রবর্তী সহ শিলচর শহরের তিন মণ্ডলের সভাপতির হীরক চৌধুরী, দুলাল দাস, শ্যামলকান্তি দেব সহ অন্যান্যরা।
বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, গতবছরের ন্যায় এই বছরও ১১ আগস্ট সকাল ৮টায় একসঙ্গে এক হাজার গাছ লাগানো হবে। তিনি বিভিন্ন স্কুল কলেজ সহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের প্রতি আবেদন রাখেন আগামী ৯ আগস্ট দুপুরে একটার মধ্যে যারা-যারা এই বৃক্ষরোপণ কার্যসূচিতে অংশ নেবেন তাদের নাম লেখানোর জন্য। গাছ লাগানো হবে শিলচর রামনগরের বাইপাস সংলগ্ন এলাকায়। উপস্থিত সবাই নিজ-নিজ বক্তব্যে গাছ লাগানোর উপকারীতার বিষয়গুলো ব্যাখ্যা করে তুলে ধরেন এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর এই বৃক্ষ রোপনের পরিকল্পনার জন্য ধন্যবাদ জানান।

এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির মহিলা মোর্চার সভাপতি মিত্রা রায়, যুব মোর্চার সভাপতি অমিতেষ চক্রবর্তী, সঞ্জয় রায়, দুই প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা, গোপিকা দেব, জয়দীপ চক্রবর্তী প্রমুখ।