বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, উদ্বেগ মণিপুরী প্রোগ্রেসিভ ফ্রন্টের
বড়খলায় গঠিত মণিপুরী প্রোগ্রেসিভ ফ্রন্ট____
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : ন্যাশনাল মণিপুরি প্রোগ্রেসিভ ফ্রন্টের বড়খলা কমিটি গঠন হল। বৃহস্পতিবার খামারবন্দ পূর্ব মণ্ডপে অবসরপ্রাপ্ত শিক্ষিকা কবিতা শর্মার পৌরহিত্যে সভায় ২১ জন সদস্য বিশিষ্ট বড়খলা শাখার মণিপুরী ফ্রন্ট কমিটি গঠন হয়েছে।
এ দিন পুরন্দরপুর মিতৈ এক্স সার্ভিসম্যান অ্যসোসিয়েশন ও কামারবন্দ রাইজিং ইয়ুথ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত নাগরিক সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ডাঃ এম শান্তিকুমার সিংহ। সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এম শান্তিকুমার সিংহ বলেন, মণিপুরি সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, বৃহত্তর মণিপুরী সমাজের অর্থসামাজিক এবং রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে গঠিত হয়েছে ন্যাশনাল মণিপুরী প্রগ্রেসিভ ফ্রন্ট। এও বলেন, রাজনৈতিক পৃষ্টপোষকতার অভাবে বিভিন্ন দিগ দিয়ে বঞ্চিত হচ্ছে মণিপুরি সমাজ। যুব সমাজকে রাজনীতিতে অংশীদার হবার জন্য আবেদন করেন। তিলি বলেন, আমরা রাজনীতির শিকার হচ্ছি, তা নিয়ে সবাইকে মননশীল হতে হবে, বিধানসভা সীমা নির্ধারন তার দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। আগামী পঞ্চায়েত ডিলিমিটেশনে মণিপুরী গ্রামগুলোকে ছিন্নবিছিন্ন না করার দাবি নিয়ে সরব হতে সবাইকে অনুরোধ করেন। এবং এমর্মে বরাকের জনপ্রতিনিধিদের সুদৃষ্টি আকর্ষন করেন সিংহ।
সভায় মণিপুরি প্রেগ্রেসিভ ফ্রন্টের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে ভাবে হিংসা চালিয়ে যাচ্ছে তার নিন্দা জানান এবং এই বর্বোরোচিত কাণ্ড মানব সভ্যতার ইতিহাসে কলক্ঙিত অধ্যায় হিসেবে উল্লখিত থাকবে বলেন তিনি। এতে উদ্বিগ্ন মণিপুরী প্রগ্রেসিভ ফ্রন্ট। বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন সুরক্ষা সহ সম্পত্তি সুরক্ষিত করতে ভারত সরকার সদর্থক ভুমিকা পালন করার জন্য জোরালো দাবি রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেস্থা আর কে সনাতম্বা, সাধারন সম্পাদক মণিকুমার থোকচোম, সম্পাদক অজিত মিতৈরা।
সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখা করেন এস ব্রজকুমার সিংহ। সভায় কবিতা শর্মাকে সভানেত্রী এবং এইচ মণিচন্দ্র সিংহকে সাধারন সম্পাদক মনোনীত করে ২১ জন সদস্য বিশিষ্ট বড়খলা শাখা কমিটির গঠন করা হয়। নবগঠিত শাখার সভানেত্রী কবিতা শর্মা সংগঠনের কাজকর্মে সবার সহযোগিতা কামনা করেন।