কালীমোহন রোড দুর্গাপূজার জমিতে বুলডোজার, তৈরি হচ্ছে টয়লেট, তীব্র প্রতিবাদ

কালীমোহন রোড দুর্গাপূজার জমিতে বুলডোজার, তৈরি হচ্ছে টয়লেট, তীব্র প্রতিবাদ

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : কোনও ধরনের আগাম নোটিশ ছাড়াই কালীমোহন রোড দুর্গাপূজা কমিটির জমিতে শিলচর পুরসভার বুলডোজার চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জালালেন পূজা কমিটির কর্মকর্তারা। সোমবার কমিটির এক প্রতিনিধি দল এর প্রতিবাদ জানিয়ে কাছাড়ের জেলা কমিশনারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেছেন। পরে কমিটির কর্মকর্তা অভীক দাস জানান, গত ২৬ জুলাই হঠাৎ করে
পুরসভার পক্ষ থেকে দু’জন ম্যাজিস্ট্রেট  পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হয়ে বুলডোজারের সাহায্যে কালীমোহন রোডের পূজা কমিটির পাকা দেওয়াল, পিলার ও প্রবেশ গেট ভেঙে ফেলেন।

তিনি বলেন, শিলচর মিউনিসিপ্যাল ​​বোর্ডের কিছু আধিকারিক কিছু জমি দখলকারীদের সহায়তায় এবং ওই এলাকার ভূমি মাফিয়ারা অবৈধভাবে সীমানা প্রাচীর, পিলার ও প্রবেশ পথের লোহা ভেঙে ফেলে। কিন্তু জমি উচ্ছেদ চালানোর আগে তাঁদের  কোনও পূর্ব নোটিশ দেওয়া হয়নি। এমনকি রবিবার জমিতে পাবলিক টয়লেট নির্মাণের জন্য একদল শ্রমিক লাগানো হয়েছে। তিনি জানান, আমাদের দুর্গাপূজা ও কালীপূজা এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড গত ৪০ বছর ধরে করে আসছেন। এর আগে জমি খালি পড়ে ছিল। ১৯৯০ সাল থেকে উল্লিখিত জমিতে সর্বজনীন দুর্গাপূজা করে আসছেন। তাই এই জমিতে আগামীতেও দুর্গাপূজা উদযাপন করবেন তাঁরা। তিনি বলেন, উচ্ছেদের পেছনে ষড়যন্ত্র রয়েছে। তাই তাদের দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলবেন তাঁরা।

Author

Spread the News